SkyIsTheLimit
Bookmark

বৃক্ষ রোপণ অনুচ্ছেদ রচনা


বৃক্ষ রােপন বলতে পরিকল্পিত উপায়ে অধিক বৃক্ষ রােপনকে বুঝায়। এটি পরিবেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। গাছ হচ্ছে আমাদের সর্বোত্তম বন্ধু। তারা আমাদের অক্সিজেন দান করে। তারা আমাদের আশ্রয়, ছায়া, খাবার, ফল প্রভৃতির দান করে। তারা বিভিন্নভাবে আমাদের পরিবেশকে সহায়তা করে। তারা ভূমিক্ষয় রোধ করে। তারা আমাদের ভূমি উর্বর করে। তারা ক্ষরা, বন্যা, ঘূর্ণিঝড় প্রভৃতি থেকে আমাদের রক্ষা করে। যদি কোন গাছ না থাকে, তাহলে আমাদের দেশ মরুভূমিতে পরিণত হবে। বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ দেখা দেবে। মানুষ খাদ্য, ছায়া এবং অক্সিজেনের অভাবে ভুগবে। একটি দেশের কমপক্ষে ২৫% বনভূমি থাকা প্রয়োজন। কিন্তু আমাদের দেশে যথেষ্ট বনভূমি নেই। সুতরাং, বেশি গাছ পেতে আমাদের প্রয়ােজনীয় পদক্ষেপ নেয়া উচিত। অধিক বৃক্ষ রােপণে মানুষকে সচেতন করা উচিত। গণমাধ্যম যেমন: টিভি এবং রেডিও এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। শান্তিপূর্ণ জীবন পরিচালনা করতে আমাদের অধিক বৃক্ষ রোপণ করতে হবে।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment