SkyIsTheLimit
Bookmark

প্রিয় খেলোয়াড় অনুচ্ছেদ রচনা

পৃথিবীতে অনেক খেলােয়াড় রয়েছে। সব খেলােয়াড় আমার কাছে প্রিয় নয়। আমার প্রিয় খেলোয়াড় একজন ভারতীয় ক্রিকেটার। তিনি হলেন শচীন টেন্ডুলকার। তিনি বিশ্বের শ্রেষ্ঠ। ক্রিকেটারদের একজন। তিনি আন্তর্জাতিকভাবে একজন প্রসিদ্ধ ব্যক্তিত্ব। তিনি মূলত একজন ব্যাটসম্যান। মাঝে-মধ্যে তিনি বলও করেন। প্রকৃতপক্ষে, তিনি একজন সম্পন্ন খেলোয়াড়। তিনি অন্যদের থেকে ভিন্ন। সহোদর খেলোয়াড়ের সাথে তার সম্পর্ক রয়েছে। তিনি খুব বন্ধুসুলভ এবং অমায়িক। তার মধ্যে এ ব্যতিক্রমধর্মী গুণাবলী থাকায় আমি তাকে খুব পছন্দ করি। তার মারমুখাে ব্যাটিং এর জন্য তিনি সমগ্র বিশ্বে জনপ্রিয়। দ্রুত রান তােলায়ও তার জনপ্রিয়তা রয়েছে। তিনি ক্রিকেট জগতের বিস্ময় আর বিপক্ষ দলের খেলােয়াড়দের জন্য ভীতিকর। একজন ক্রিকেটার হিসেবে তিনি যথেষ্ট সফল। সেঞ্চুরি করার এবং এক দিনের ক্রিকেটের রানে তার বিশ্ব রেকর্ড রয়েছে। ওডিআই এবং টেস্ট প্রতিযোগিতায় তিনি সর্বোচ্চ রান অর্জনকারী। তার অসাধারণ কৃতিত্বের জন্য আমি তাঁকে পছন্দ করি। আমি মনে করি কোন ক্রিকেটার এখানে তার কৃতিত্ব পর্যন্ত পৌঁছাতে পারবে না।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
3 comments

3 comments

  • Anonymous
    Anonymous
    05 February, 2024
    ভালো
    Reply
  • Unknown
    Unknown
    08 November, 2020
    খুবই ভালো কাজ করছেন আপনারা।
    আমাদের মত স্টুডেন্টরা খুব উপকৃত হচ্ছে এই কাজে।
    • Unknown
      Masud Rana
      08 November, 2020
      অসংখ্য ধন্যবাদ! তবেই আমাদের কাজ সার্থক। আমাদের সাথেই থাকবেন :)
    Reply