আমার বাড়ি অনুচ্ছেদ রচনা
Masud Rana
... min to read
Listen
আমি আমার পরিবারের সাথে ঢাকায় একটি দ্বিতল ভবনে বাস করি। এটি দেখতে একটি
জমকালে ভবন। ভবনটির রং সবুজ। এটি আজিমপুরে অবস্থিত। বাড়িটির সামনে একটি
উম্মুক্ত মাঠ রয়েছে। সুতরাং, সূর্যালোেক এবং তাজা বায়ু সহজেই এতে প্রবেশ করতে পারে।
এতে আছে চারটি শেয়ার কক্ষ, একটি অভ্যর্থনা কক্ষ, একটি খাবার কক্ষ এবং একটি
রান্নাঘর। এখানে একটি পড়ারকক্ষও আছে। আমি আমার পড়ার কক্ষের কাছে একটি সুন্দর
ফুলের বাগান করেছি। বাগানটি আমার পড়ারকক্ষের জানালা দিয়ে দেখা যায়। বিভিন্ন
ঋতুতে বিভিন্ন ধরনের ফুল ফোটে। সুতরাং, এটি পুরাে বাড়িতে মিষ্টি গন্ধ ছড়ায়। আমি
আমার বাড়িতে সব ধরনের আধুনিক সুযােগ-সুবিধা উপভােগ করি। যেখানে কোন পানি,
বিদ্যুৎ এবং গ্যাসের ঘাটতি নেই। আমার বাড়িটি একটি আদর্শ আবাসিক এলাকায় অবস্থিত।
পুরাে এলাকাটি একটি সীমানা দেয়াল দ্বারা পরিবেষ্টিত এবং সেখানে সব সময় নিরাপত্তা
সুবিধা রয়েছে। ফলে, আমাদের এলাকাটি দূষণ এবং সন্ত্রাসবাদ থেকে মুক্ত। সব মিলে,
আমি সেখানে বাস করে কোন সমস্যার সম্মুখীন হই না। প্রকৃতপক্ষে, এরূপ একটি বাড়িতে।
বাস করে আমি সুখী অনুভব করি।
3 comments