একটি গ্রাম্য বাজার অনুচ্ছেদ রচনা
Masud Rana
... min to read
Listen
গ্রাম্য বাজার হচ্ছে গ্রামের এমন একটি জায়গা যেখানে গ্রামবাসীরা তাদের নিত্য প্রয়ােজনীয়
সামগ্রী ক্রয়-বিক্রয়ের জন্য একত্রিত হয়। গ্রামবাসীদের নিকট এটি একটি গুরুত্বপূর্ণ জায়গা।
এটি সপ্তাহে এক অথবা দুইবার বসে। এটি উন্মুক্ত মাঠে বসে। এটি নদী অথবা খালের
পাড়েও বসে। এটি এমন একটি জায়গায় বসে যেখানে গ্রামবাসীরা সহজেই আসতে এবং
যেতে পারে। সাধারণত গ্রাম্য বাজার ৫ অথবা ৬ ঘণ্টা স্থায়ী হয়। এটি বিকালে বসে এবং
সন্ধ্যায় ভাঙ্গে। বিভিন্ন ধরনের নিত্য প্রয়ােজনীয় সামগ্রী এখানে বিক্রি করা হয়। শাকসবজি,
মাছ, তেল, দুধ, ফল, চাল, চিনি, কাপড়-চোপড় প্রভৃতি গ্রাম্য বাজারে বিক্রি করা হয়। গ্রাম্য
বাজার অর্থনৈতিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। গ্রাম্য বাজারে গ্রামবাসীরা তাদের
হাতে তৈরি খাদ্য ও পণ্য বিক্রি করতে পারে। ফলে, তারা তাদের আর্থিক অবস্থার উন্নতি
করতে পারে। অন্যদিকে, তারা তাদের নিত্য প্রয়োজনীয় সামগ্রী সহজেই গ্রাম্য বাজার থেকে
ক্রয় করতে পারে। এটি তাদের সময় এবং অর্থ বাচায়। গ্রাম্য বাজারের কিছু সামাজিক মূল্য
আছে। এটি একটি মিলন কেন্দ্রে পরিণত হয়। গ্রামবাসীরা তাদের অভিবাদন বিনিময়ের
সুযোগ পায়। তারা তাদের আত্মীয়-স্বজনের সাথে সাক্ষাৎ করতে পারে। এভাবে, এটি গ্রামবাসীদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
3 comments