HSC: Report Writing - কিভাবে রিপোর্ট লিখতে হয়?
Masud Rana
... min to read
Listen
ইংরেজি ২য় পত্রে ভালো নাম্বার পাওয়ার একটি ভালো উপায় হলো লিখিত বিষয় গুলো ভালোভাবে এবং গুছিয়ে সুন্দর করে লেখা। আজ আমি আলোচনা করবো কিভাবে সুন্দর ভাবে একটি রিপোর্ট লিখে ফেলা যায়!
১. প্রথমেই উপর-মাঝ বরাবর একটি সুন্দর হেডলাইন দিবে যাতে তা তোমার শিক্ষককে তোমার লেখার প্রতি আগ্রহ করে তুলে। ফন্ট সাইজ একটু বড় করবে, জানোই তো হেডিং এর ফন্ট সাইজ টা বড় হয়!
যেমনঃ Traffic Jam নিয়ে বলা হলে লিখতে পারো "Traffic Jam" A cause of modern days.
২. এরপর একটু ফাঁকা রাখতে হবে, তারপর রিপোর্টার এর পরিচয় উল্লেখ করতে হবে। স্টাফ রিপোর্টার > তারিখ > স্থানের নাম
যেমনঃ Stuff Correspondent/Stuff Reporter, 20 october, 2019, Dhaka
৩. এবার লিখতে হবে লিড লাইন / সূচনামুলক লাইন। এটি যথাসম্ভব ৬-৮টি লাইনের মধ্যে লিখে ফেললেই ভালো হয়। চেষ্টা করতে হবে এই লাইনের মধ্যে বিষয়টির প্রাথমিক ধারনা দিতে। এখানে কমপক্ষে ৫ টি প্রশ্নের উত্তর থাকলে ভালো দেখাবে। যেমনঃ কে/কি/কেন/কিভাবে/কোথায়/কখন।
৪. অবশ্যই একাধিক প্যারা করে লিখতে হবে। ছোট ছোট বেশ কয়েকটি প্যারা করা যায়। নিজের সরাসরি মতামত দিবে না এবং শেষে আশাবাদমুলক বাণীগুলো সরাসরি নিজ থেকে লিখবে না।
এভাবেই খুব সহজে সুন্দর ভাবে একটি রিপোর্ট লিখে ফেলা যায়। একটি রিপোর্ট লেখার জন্য কখনোই ০২ পাতার বেশি যাওয়া ঠিক নয়। এতে তা মানসম্মত হবে না।
আরো সম্প্রতি পোষ্টঃ
পড়ুনঃ মাত্র একটি রিপোর্ট পড়ে কিভাবে খুব সহজে প্রায় 20 টি মানসম্মত রিপোর্ট লিখা যায়!
Post a Comment