SkyIsTheLimit
Bookmark

আইন কেন মেনে চলা হয়?

আইন কেন মেনে চলা হয়- এ প্রশ্নের উত্তর নিয়ে বিতর্ক দীর্ঘদিন থেকেই চলে আসছে। হস, বেন্থাম, অস্টিন প্রমুখ।  লেখক মনে করেন যে, “মানুষ আইন মেনে চলে শাস্তির ভয়ে।” হবসের মতে, “আইন না মেনে চললে সমাজে পুনরায়  বিশৃঙ্খলা দেখা দিবে। এ জন্যই মানুষ আইন মেনে চলে।” অস্টিনের মতে, লােকে আইন মেনে চলে, কেননা তা রাষ্ট্র  কর্তৃক সমর্থিত এবং প্রযুক্ত। আইন ভঙ্গ করলে অভিযুক্ত এবং শাস্তি পেতে হয়।  মার্কসবাদীদের মতে, উৎপাদনের উপাদানগুলাে যাদের হাতে থাকে তারাই সমাজ ও রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করে। তারাই  নিজেকে শ্রেণি স্বার্থে বা প্রয়ােজনবােধে বলপ্রয়ােগের মাধ্যমে জনগণকে আইন মেনে চলতে বাধ্য করে।   অপরদিকে জ্যা জ্যাক রুশো, টি. এইচ. গ্রিন প্রমুখ লেখক মনে করেন যে, কতগুলাে সুস্পষ্ট যুক্তির কারণেই মানুষ।  আইন মেনে চলে। আইন ব্যক্তিস্বাধীনতাকে রক্ষা করে এবং এর পিছনে জনমতের সমর্থন রয়েছে বলে মানুষ আইন মেনে   চলতে আগ্রহী হয়।  উপরােক্ত মতবাদগুলাে চরম ও একপেশে মতবাদ। এসব মতবাদের সমন্বয় সাধন করে স্যার হেনরি মেইন বলেছেন  যে, শাস্তির ভয় এবং যৌক্তিকতার উপলব্ধি উভয় কারণেই মানুষ আইন মেনে চলে। লর্ড ব্রাইস (Lord Bryce) মনে করেন।  যে, ‘নির্লিপ্ততা, শ্রদ্ধা, সহানুভূতি, শাস্তির ভয় এবং যৌক্তিকতার উপলব্ধি'—এই পাঁচটি কারণে মানুষ আইন মেনে চলে।  মানুষের সামাজিক ও রাজনৈতিক অধিকার উপভোগ করতে সাহায্য করা, স্বাধীনতাকে নিশ্চিত করা এবং সুন্দর সুশৃঙ্খল  সামাজিক ও রাষ্ট্রীয় জীবন গঠনে সাহায্য করে বলেই মানুষ আইন মেনে চলে। আইনের উপস্থিতি ছাড়া মানুষের পক্ষে উৎকৃষ্ট  জীবন গড়ে তােলা সম্ভব নয়। এজন্য এরিস্টটল বলেছেন যে, “মানুষ যখন আইন ও নৈতিকতা থেকে দূরে থাকে, তখন সে  নিকৃষ্টতম জীবে পরিণত হয়।” জন লক বলেছেন, “যেখানে আইন থাকে না সেখানে স্বাধীনতা থাকতে পারে না।” আইন।  স্বাধীনতার রক্ষক ও অভিভাবক। মানুষ তাই আইন মেনে চলে।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment