SkyIsTheLimit
Bookmark

দেখে নিন,২০১৯ সালের জেএসসি জেডিসি পরিক্ষার পাশের হার কত

#প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফল হস্তান্তর শেষে শিক্ষামন্ত্রী দিপু মনি ঘোষণা করেন এই বছরে(২০১৯) জে.এস.সি এবং জে.ডি.সি পরিক্ষায় পাশের হার বেড়েছে ২.০৭% গতবছরের থেকে।

#এ বছর জেএসসি ও জেডিসি পরীক্ষায় পাস হয়েছে 87.90 শতাংশ, যা গত বছর 85.83 শতাংশ ছিল।

#এইবছর বরিশাল বোর্ড সেরা পরিণত হয়।মেয়েরা সব দিক থেকে ছেলেদের চেয়ে ভাল করেছে,ছেলেদের তুলনায় মেয়েদের পাসের হার 1.61% বেশি।

#মোট ৩,৪০০ টি শিক্ষা প্রতিষ্ঠান এ বছর শতভাগ পাসের হার অর্জন করেছে।

#মোট 22,27,271 জন শিক্ষার্থী জেএসসি, জেডিসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। গত বছর এই সংখ্যা ছিল 22,30,829। গত বছরের তুলনায় এ বছর আরও 56,442 জন শিক্ষার্থী পাস করেছে।

#জেএসসি বোর্ডের মোট জিপিএ ৫ প্রাপ্তির সংখ্যা 76,787 যা গত বছর ছিল, 66,108। এই বছর এই সংখ্যাটি বেড়েছে 10,639।

#মাদ্রাসা বোর্ডের পাসের হার গত বছরের তুলনায় 0.73 শতাংশ বেড়েছে। গত বছর পাসের হার ছিল 89.04 শতাংশ এবং এই বছর এটি 89.77 শতাংশ।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment