SkyIsTheLimit
Bookmark

Importance Of Your GPA And CGPA Explained.

আমাদের জিবনে জিপিএ এবং সিজিপিএ এর গুরুত্ব কতটা সেটা নিয়ে এখন বিস্তারিত আলোচনা করা হলোঃ  ধরো তুমি তোমার লাইফে একটা এসএসসি এক্সাম দিলে এবং তুমি একটা জিপিএ পেলে এবং এই জিপিএ টা কিন্তু তোমার কাজে লাগে তোমার কলেজ এডমিশন এ যে তুমি কোন কলেজে এপ্লাই করেছ এবং কোন কলেজে তুমি চান্স পাবা এটা তোমার ডিপেন্ড করে এসএসসি জিপিএ এর উপর। তারপর তোমার কলেজের শেষে তুমি এইচএসসি এক্সাম দাও এবং তোমার এইচএসসি এক্সাম এর যে জিপিএ টা থাকে সেটা কাজে দেয় যে তুমি কোন ইউনিভার্সিটিতে চান্স পাও অথবা ইউনিভার্সিটি অ্যাডমিশন এর ক্ষেত্রে। একটা জিনিস খেয়াল করো ইউনিভার্সিটি এডমিশন এর ক্ষেত্রে কিন্তু এসএসসি জিপিএ টা খুব বেশি কাজ করে না। হ্যাঁ অনেক ক্ষেত্রে কাজ করে কিন্তু খুব একটা না। ওখানে মেইনলি কাজ করে এইচএসসি জিপিএ টা। তারপর তুমি ইউনিভার্সিটি শেষে একটা সিজিপিএ রেজাল্ট পাও। এই রেজাল্ট টা তোমার কাজে দেয় তোমার ফার্স্ট জবের ক্ষেত্রে।তুমি যখন তোমার ফার্স্ট জবের জন্য এপ্লাই করো তখন কিন্তু তোমার সিভিতে তোমার সিজিপিএ টার মূল্য বেশি থাকে। এইচএসসিতে তুমি গোল্ডেন পেলা নাকি এ প্লাস এটার কিন্তু খুব বেশি মূল্য থাকে না।তারমানে তোমার ফার্স্ট জবের ক্ষেত্রে এইচএসসি এর মূল্য টা খুব বেশি থাকে না এখানে তোমার মূল্য থাকে সিজিপিএ টার। তুমি যখন তোমার ফাস্ট জব ছেড়ে দিয়ে নেক্সট কোন জবে এপ্লাই করবা তখন কিন্তু তোমার সিজিপিএ টা জানতে চাইবে না, জানতে চাইবে যে তুমি লাস্ট কোথায় কাজ করেছো।তাহলে তোমার নেক্সট জবের জন্য তোমার সিজিপিএ টাও ম্যাটার করবে না। ম্যাটার করবে হলো তোমার ফার্স্ট জবের এক্সপিরিয়েন্স বা ফাস্ট জব তুমি কোথায় করেছিলে। এখান থেকে বোঝা যায় প্রতিটা ক্ষেত্রে প্রতিটা রেজাল্ট তার ঠিক পরের জায়গায় কাজে লাগে। এসএসসি টা কলেজে কাজে লাগে এবং কলেজ শেষ হয়ে গেলে এসএসসি টার কোন ভ্যালু নেই।এইচএসসি টা ইউনিভার্সিটিতে কাজে লাগে এবং ইউনিভার্সিটির পরে এইচএসসি টারো খুব একটা ভ্যালু নেই এবং ইউনিভার্সিটির সিজিপিএ তোমার ফার্স্ট জবের ক্ষেত্রে কাজে লাগে। ফাস্ট জব এর পরে সেই সিজিপিএ টারো খুব একটা কাজে লাগেনা। এবং তারপর তুমি যতগুলা জব করবা তার ঠিক আগের জব যেটা করেছিলা ওটার উপর ডিপেন্ড করবে তোমার নেক্সট জব এ চান্স পাওয়ার সম্ভাবনা।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment