১। পড়াশোনা করার সময় ‘Sticky Note’ ব্যবহার করবে। এতে গুরুত্বপূর্ণ অংশগুলো পরীক্ষার আগের দিন সহজেই দেখে ফেলতে পারবে।
২। নিজেকে উৎসাহ দেয়ার জন্য কিছু পৃষ্ঠা পর পর চকোলেট রাখতে পারো। অথবা এমন কিছু নিজের জন্য রাখো, যেটার আকর্ষণে দ্রুত পড়া শেষ করে ফেলতে ইচ্ছা করবে।
৩। ইউটিউবে শিক্ষণীয় চ্যানেলগুলো যেন তোমার সাবস্ক্রাইব করা থাকে।
৩। বন্ধুদের পড়ানোর সময় যখন তুমি খুঁজে বের করার চেষ্টা করবে যে- ‘বন্ধুরা কোন জটিল প্রশ্নটি করতে পারে?’; তখন তুমি নিজে থেকেই আরও সূক্ষ্মভাবে পড়া শেষ করে ফেল।
৪। শেখার পর পারলে শিক্ষাগুলো লেখনী, ভিডিও কিংবা অন্য যে কোন মাধ্যমে তুমে ধরার চেষ্টা করলে তোমার পড়া আরও বেশি নির্ভুল হবে।
৫। নিজে শেখার পর অন্যদের শেখানোর চেষ্টা করো। আইনস্টাইন বলে গেছেন, ‘তুমি যদি কোন জিনিস অন্য কাউকে সহজে বোঝাতে না পারো, তাহলে বুঝবে যে তুমি নিজেই বিষয়টা আত্মস্থ করতে পারো নি।
৬। ফেসবুক লাইভে গিয়ে বন্ধু কিংবা অন্যদের শেখাতে পারো। পড়ার প্রস্তুতিও ভালো হবে আবার মানুষের সামনে কথা বলার অভ্যাসটাও তৈরি হবে।
৭। যা শিখছো, তা নিজের কাছে গুঁটিয়ে না রেখে সবার সাথে শেয়ার করলে তুমি পড়ার জন্য সবার কাছ থেকে উৎসাহ পাবে।
৮। অন্যদের কাছে নতুন কিছু তুলে ধরার অভ্যাস যদি তোমার থাকে, তাহলে তুমি নিজে থেকেই সবকিছু আরও খুঁটিয়ে পড়া শিখে ফেলবে।
2 comments