SkyIsTheLimit
Bookmark

সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়ল, বিস্তারিত


করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারনে শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি ৩১ আগস্ট পর্যন্ত বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
শিক্ষা মন্ত্রণালয় থেকে এ সিদ্ধান্তের কথা জানিয়ে আরও বলা হয়, এই সময়ে দেশের সব রকমের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। সকল শিক্ষা মন্ত্রণালয় আলোচনার মাধ্যমে নতুন এই ছুটির তারিখ নির্ধারণ করে। শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি অনলাইনে বৈঠক করে এ সিদ্ধান্ত জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, "করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে পরিস্থিতির উন্নতি না হলে প্রয়োজনে সেপ্টেম্বর পর্যন্ত সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে" এর পর দফায় দফায় অর্থনৈতিক কর্মকাণ্ড চালু করতে শুরু করায় সাধারণ ছুটি আর বাড়ানো হলো না। তবে পরিস্থিতির উন্নতি না হওয়ায় শিক্ষা প্রতিষ্ঠানের ছুটি বাড়িয়েছে সরকার। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারনে মারাত্মক প্রভাব পরেছে শিক্ষার্থীদের উপর। অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে গেছে ২০২০ সালের এইচএসসি পরীক্ষা। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারনে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের পড়াশোনা ৮০ শতাংশ কমেছে। আগে প্রতিদিন গড়ে পড়াশোনায় ১০ ঘণ্টা সময় ব্যয় হতো যা নেমেছে ২ ঘণ্টায়। ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট(বিআইজিডি) বলেছে, করোনাভাইরাসের কারনে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিশুদের শিক্ষা ও ভবিষ্যতে উপার্জনের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব ফেলতে পারে। নিজে শেখা স্কুলে শেখার বিকল্প হতে পারে না। মহামারি শেষে শিক্ষার্থীদের স্কুলে ফিরিয়ে নেওয়া একটি বড় চ্যালেঞ্জ হবে। এ ছাড়া প্রযুক্তিভিত্তিক শিক্ষা প্রতিশ্রুতিশীল তবে তা এখনো ততটা সুবিধাজনক নয়। 

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment