কৃত্রিম বুদ্ধিমত্তা হলাে মানুষের চিন্তাভাবনাগুলোকে কৃত্রিম উপায়ে কম্পিউটার বা কম্পিউটার প্রযুক্তিনির্ভর যন্ত্রের মধ্যে রূপ দেয়ার ব্যবস্থা।
কম্পিউটারের নিজস্ব কোনাে বুদ্ধি নেই। এটি শুধু নিজের কাছে সংরক্ষিত তথ্য এবং প্রোগ্রামের আলােকে কাজ করতে পারে।কোনাে সমস্যার আলােকে নিজ থেকে সিদ্ধান্ত নিয়ে কাজ করতে পারে না। কম্পিউটারও যাতে কোনাে সমস্যা দেখা দিলে নিজ থেকে সিদ্ধান্ত নিতে পারে তার জন্য এর ভিতর অনেক সমস্যা-সমাধান ঢুকিয়ে দেয়ার ব্যবস্থা করা হচ্ছে। এটিকেই বলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা।
রোবটের বুদ্ধি হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স।রোবটের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের ফলে রোবট স্বয়ংক্রিয় ভাবে মানুষের নির্দেশ অনুযায়ী যে কোনও সাধারণ কিংবা মানুষের দুঃসাধ্য যেকোনো কাজ সম্পাদন করতে পারে।আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা সংক্ষেপে AI (এআই) বর্তমানে কম্পিউটার বিজ্ঞানের একটি শাখা হিসেবে পরিচিতি লাভ করেছে।এ শাখায় কম্পিউটারকে মানুষের মতো চিন্তা ভাবনা করে অসম্পূর্ণ তথ্য ব্যবহার করে পূর্ণাঙ্গ সিদ্ধান্তে পৌঁছবে, সমস্যার সমাধান করবে এবং পরিকল্পনা প্রণয়ন করবে।
Post a Comment