SkyIsTheLimit
Bookmark

পরিস্থিতির সাপেক্ষে নভেম্বরে হতে পারে এইচএসসি পরীক্ষা

শিক্ষা প্রতিষ্ঠান না খুললেও পরিস্থিতির সাপেক্ষে নভেম্বরে এইচএসসি পরীক্ষা নেয়ার কথা ভাবা হচ্ছে।

করোনা পরিস্থিতির উন্নতি হলে স্বাস্থ্যবিধি মেনে এইচএসসি ও সমমানের পরীক্ষা নভেম্বরে নেয়া যেতে পারে। করোনা মোকাবিলায় জন্য গঠিত জাতীয় টেকনিক্যাল পরামর্শক কমিটি এমন সুপারিশ করেছে শিক্ষা মন্ত্রণালয়ের কাছে।

ডিবিসি নিউজকে টেলিফোনে একথা নিশ্চিত করেছেন কমিটির সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ শহীদুল্লাহ।

তিনি আরও বলেন, পরীক্ষা যে নভেম্বরেই হবে তার কোনো নিশ্চয়তা নেই। যদি নভেম্বরে স্বাস্থ্যবিধির সকল দিক নিশ্চিত করা যায়। তাহলে শিক্ষা মন্ত্রণালয় এইচএসসি পরীক্ষার যে তারিখটা দিবে সেটা নভেম্বরে হতে পারে। তবে পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা চিন্তা করা যাবে না। 

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment