বিশ্বব্যাপী চলমান করোনা ভাইরাস মহামারির কারণে এবছর (২০২০) এইচএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে না।
জেএসসি/জেডিসি, এসএসসি ও দাখিল পরীক্ষার ফলাফলের গড়ের উপর ভিত্তি করে শিক্ষার্থীদের মূল্যায়ণ করা হবে এবং ডিসেম্বরে এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।ভার্চ্যুয়াল প্রেস ব্রিফিংয়ে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি এই কথা বলেন।
দীপু মনি আরও বলেন, কোভিড-১৯ পরিস্থিতি স্বাভাবিক হতে আর কত দিন লাগবে এর কোনাে নিশ্চয়তা নেই। আমাদের কাছে অবশ্যই পরীক্ষার্থীদের জীবনের নিরাপত্তা সবচেয়ে গুরুত্বপূর্ণ। বিভিন্ন অংশীজনের সঙ্গে আলাপ আলােচনার ভিত্তিতে ২০২০ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা সরাসরি গ্রহণ না করে একটু ভিন্ন পদ্ধতিতে মূল্যায়নের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।শিক্ষা বাের্ডগুলাের জন্য পরীক্ষা না নিয়ে পরীক্ষার্থীদের মূল্যায়ন করা একেবারেই নতুন বিষয় ফলে কীভাবে মূল্যায়ন করা হলে ফলাফল দেশে ও বিদেশে গ্রহণযােগ্যতা পাবে এবং শিক্ষার্থীদের পরবর্তী জীবনে এর বিরুপ প্রভাব পড়বে কি না সে বিষয়গুলােও আমাদের কাছে গুরুত্বপূর্ণ। এইচএসসি ও আলিম পরীক্ষার্থী ইতোমধ্যে দুটি পাবলিক পরীক্ষা দিয়েছে। সেই পরীক্ষার ফলাফলের উপর ভিত্তি ধরে এইচএসসি ও সমমানের ফলাফল নির্ধারণ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে৷
শিক্ষামন্ত্রী বলেন, মুল্যায়ন সঠিকভাবে যাচাইয়ের জন্য মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবকে আহ্বায়ক সচিব করে একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত হয় কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, জাতীয় বিশ্ববিদ্যালয়, কারিগরি বাের্ডের চেয়ারম্যান, মাদ্রাসা শিক্ষা বাের্ডের চেয়ারম্যান ও শিক্ষা অধিদপ্তরের একজন করে প্রতিনিধি থাকবেন।
এসময় শিক্ষা উপমন্ত্রী মূল্যায়ন পদ্ধতি আন্তর্জাতিক মানের হবে বলে উল্লেখ করেন৷
1 comment