SkyIsTheLimit
Bookmark

আমার খেলার সাথী অনুচ্ছেদ রচনা

খেলার সাথী বলতে একজন বন্ধুকে বুঝায় যার সাথে একজন লােক বিশেষ করে একটি শিশু খেলা করে। খেলা কাজ নয়। বরং এটি হচ্ছে উপভােগ। খেলা দৈনন্দিন কর্মকান্ডের একঘেয়েমি থেকে মুক্তি পেতে সাহায্য করে। কিন্তু খেলার সাথী ব্যতীত খেলা সম্ভব নয়। এ কারণে আমাদের খেলার সাথী প্রয়ােজন। শৈশবে আমার অনেক খেলার সাথী ছিল। তাদের অধিকাংশকেই আমি খুব পরিষ্কারভাবে মনে করতে পারি। রাসেল, জনি, মিজান, জাহিদ, মনির, নাসির ছিল আমার কয়েকজন শৈশবের সবচেয়ে ভাল খেলার সাথী। আমি তাদের সাথে বিভিন্ন খেলাধূলা করে সময় কাটাতাম। বিকেলে এবং ছুটির দিনে আমি সম্পূর্ণরূপে মুক্ত থাকতাম। আমি তাদের সাথে খেলা করে আমার সময় কাটাতাম। আজকাল আমি সেসব খেলার সাথীদের এবং সেদিনের সােনালী মুহুর্তগুলাে খুবই অনুভব করি। তারা সত্যিই খুব সাহায্যকারী ছিল। মাঝে মাঝে আমি তাদের কাছ থেকে আমার পড়াশুনার সাহায্য নিতাম। যদি আমি কোন সমস্যায় পড়তাম, তাহলে তারা আমাকে সাহায্য করতে এগিয়ে আসত। বস্তুত, আমি আমার শৈশবের খেলার সাথীদের প্রতি গর্বিত।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment