SkyIsTheLimit
Bookmark

একটি জ্যোৎস্না রাত অনুচ্ছেদ রচনা

যে রাতে চাদ মেঘমুক্ত নির্মল আকাশে উজ্জ্বলভাবে আলাে দেয়, সে রাতটি সাধারণত জ্যোৎস্না রাত হিসেবে পরিচিত। সব শ্রেণির মানুষের নিকট এ রাত খুবই প্রিয়। এটি আনন্দ এবং সৌন্দর্যের প্রতীক। এটি অন্য যে কোন রাত থেকে সম্পূর্ণ ভিন্ন। মানব মনের ওপর এটির যথেষ্ট প্রভাব আছে। এটি আমাদের মনকে সতেজ করে। এই রাত কবিসুলভ মন তৈরি করে। জোস্না রাতের সৌন্দর্য কবিদের কবিতা লিখতে উৎসাহিত করে। জ্যোাৎস্না রাতে সব বয়সের লােকজন নিজেদের মধ্যে আনন্দ করে। মানুষকে আকর্ষণ করার এর এক যাদুকরী শক্তি রয়েছে। জ্যোৎস্না রাতে প্রকৃতিকে সুন্দর দেখায়। চাঁদকে রূপার থালার মত দেখায়। নদ-নদী, খাল-বিল, পুকুরগুলাে জ্যোৎস্না রাতে হাঁসে। জ্যোৎস্না রাতে নগরবাসী তাদের দালানের ছাদে চলে যায়। তারা গল্প-গুজব করে রাতটি উপভােগ করে। গ্রামের মানুষের নিকটও এ রাত খুব আনন্দের। তারা ঘর থেকে বের হয়ে আসে এবং উন্মুক্ত স্থানে চলে যায়। মাদুরের উপর বসে তারা গান গেয়ে, রেডিও শুনে এবং প্রাকৃতিক দৃশ্য দেখে রাতটি উপভােগ করে। আমি ঢাকায় থাকি। কয়েক দিন পূর্বে আমি আমার গ্রামের বাড়িতে গিয়েছিলাম। তখন আমি একটি জ্যোৎস্না রাত উপভােগ করেছিলাম। আমি প্রকৃতির সৌন্দর্য দেখে মুগ্ধ হয়েছিলাম। একটি জ্যোৎস্না রাত সত্যিই বিনােদনমূলক এবং উপভােগ্য।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment