SkyIsTheLimit
Bookmark

অবসর অনুচ্ছেদ রচনা

অবসর হচ্ছে এমন একটা সময় যখন একজন মানুষ স্বাভাবিক কাজ করা হতে মুক্ত থাকে এবং যা সে সবচেয়ে বেশি পছন্দ করে তা করতে পারে। এক কথায়, এটি হচ্ছে আমাদের দৈনন্দিন জীবনের একঘেয়েমিমূলক স্বাভাবিক কাজ থেকে সাময়িক মুক্তি। গ্রামের লােকেরা ঘুড়ি উড়িয়ে, মাছ ধরে, খেলাধুলা করে, সাঁতার কেটে, বাগান করে তাদের অবসর কাটায়। শহরের লােকেরা কেনাকাটা করে, বই পড়ে, টেলিভিশন দেখে, কম্পিউটার ব্যবহার করে, পার্ক এবং চিড়িয়াখানায় গিয়ে তাদের অবসর কাটায়। সাধারণ খেলাগুলাে হচ্ছে-ফুটবল, ক্রিকেট, হাডুডু, দাবা ইত্যাদি এবং সাধারণ অবসর বিনােদনগুলাে হচ্ছে- গল্প করা, রেডিও শােনা, টেলিভিশন দেখা, বই এবং সংবাদপত্র পড়া ইত্যাদি। শীতের শেষ ভাগে প্রকৃতিকে খুব সুন্দর দেখায় এবং আকাশ খুব পরিষ্কার থাকে। সর্বত্র বিভিন্ন ধরনের ফুল ফোটে। মানুষ এটি খুব বেশি উপভােগ করে। শীতের শেষ ভাগে অনেক লােক এক স্থান থেকে অন্যস্থানে ভ্রমণ করে এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভােগ করে। তাছাড়া, মানুষ তখন বিভিন্ন ধরনের খেলাধুলা উপভােগ করে যেমন: ব্যাডমিন্টন, ভলিবল, দাড়িয়াবান্দা, হাডুডু ইত্যাদি। ভ্রমণ একটি ভাল অবসর। এটি আমাদের মনকে সতেজ করে এবং আমাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করে। কিন্তু এটি সত্য যে, ভ্রমণ একটি ব্যয়বহুল অবসর। যেহেতু আমি একজন ছাত্র, সেহেতু আমি অবসরের জন্য বেশি সময় পাই না। আমি ক্রিকেট খেলে এবং উপন্যাস পড়ে, টেলিভিশন দেখে এবং সুন্দর অনেক জায়গা পরিদর্শন করে আমার অবসর কাটাই। যা- হােক, অবসর সবার জন্য অর্থপূর্ণ হওয়া উচিত।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
2 comments

2 comments

  • Anonymous
    Anonymous
    09 March, 2023
    অবসর সময় রচনা
    • Anonymous
      Anonymous
      08 April, 2023
      This comment has been removed by a blog administrator.
    Reply