SkyIsTheLimit
Bookmark

সবজী বাগান অনুচ্ছেদ রচনা

একটি বাগান যেখানে বিভিন্ন ধরনের শাক-সবজি, ঔষধি এবং ফলমূল প্রভৃতি রােপন করা হয়, তাকে সবজি বাগান বলে। আমার একটি সবজি বাগান আছে। আমার পড়ার কক্ষের পাশে ছােট এক টুকরা জমি আছে। সে জমিতে আমি একটি সবজি বাগান করেছি। সকালে অথবা বিকালে আমি আমার সবজি বাগানে সাধারণত আধা ঘন্টা ব্যয় করি। আমি আমার সবজি বাগানে কাজ করতে খুব পছন্দ করি। আমি প্রায়ই মাটি খনন করি। আমি প্রতিদিন পানি দেই। পশু-পাখি এবং দুষ্ট বালকদের হাত থেকে আমার বাগানকে নিরাপদ রাখতে এর চারদিকে বাঁশ দিয়ে আমি একটি বেড়া দিয়েছি। আমার সবজি বাগান চির সবুজ দেখায়। এটি একটি শান্ত পরিবেশ দান করে। আমি এটি খুব বেশি উপভােগ করি। আমি বিভিন্ন ধরনের শাক-সবজি চাষ করেছি। যেমন: ফুলকপি, বাঁধাকপি, গাজর, আদা, হলুদ প্রভৃতি। এরূপ বাগান করার সুবিধা অনেক। আমি যখন বাগানের সবুজ দৃশ্য দেখি তখন আমার মন আনন্দে নেচে ওঠে। আমি আমার অবসর সময় বাগানে কাটাই। এটা আমার দেহ ও মনকে সুস্থ রাখে। এটা আমার একঘেয়েমি দূর করে। আমার আনন্দের সীমা থাকে না যখন আমার বন্ধু-বান্ধব এবং প্রতিবেশীরা আমার সবজি বাগান দেখতে আসে। এটি আমাদের টাটকা শাক-সবজি দেয় যা আমাদের দেহের জন্য অতি প্রয়ােজন। যেহেতু আমি বাগান থেকে শাক-সবজি পাই, তাই বাজার থেকে এগুলাে ক্রয় করার প্রয়ােজন পড়ে না। মাঝে মাঝে উদ্ধৃত্ত শাক-সবজি আমি বাজারে বিক্রি করতে পারি এবং এটি আমাদের পরিবারের আয় বাড়িয়ে দেয়। এক কথায়, এটি স্বাস্থ্য, আনন্দ এবং সম্পদের উৎস।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment