SkyIsTheLimit
Bookmark

প্রতিবেশী অনুচ্ছেদ রচনা

মানুষ সামাজিক জীব। সে একা বাস করতে পারে না। একটি নির্দিষ্ট এলাকায় সে অন্যদের সথে বাস করে। সুতরাং, যারা আমাদের চার পাশে বাস করে তাদের প্রতিবেশী বলা হয়। ভালাে প্রতিবেশীরা স্বচ্ছন্দ, নিষ্কপট, নিষ্কলক, সরল এবং উদার মনের। তারা নিঃস্বার্থ এবং সহযােগিতামূলক হয়ে থাকে। তারা সর্বদা সুখে-দুঃখে আমাদের পাশে থাকে। আমি বিভিন্ন পেশার বিভিন্ন রকম প্রতিবেশী পেয়েছি। তাদের কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার এবং কেউ সরকারি কর্মকর্তা। তারা খুব সহযােগিতামূলক এবং সৎ। আমি মনে করি, আমার প্রতিবেশীদের প্রতি আমার কিছু দায়িত্ব ও কর্তব্য রয়েছে। যখন আমার প্রতিবেশীরা কোন সমস্যায় পড়ে, আমি সমস্যার সমাধান করতে আমার যথাসাধ্য চেষ্টা করি। যদি তারা কোন বিপদে পড়ে, আমি সর্বদা তাদের পাশে দাঁড়াই। একটি শান্তিপূর্ণ সমাজ গঠন করতে আমি তাদের সাথে সুসম্পর্ক রাখার চেষ্টা করি। অন্যদিকে, যখন আমরা কোন সমস্যায় পড়ি তখন আমার প্রতিবেশীরাও আমাদের পরিবারের পাশে দাঁড়ায়। আমি ভাগ্যবান কারণ আমার প্রতিবেশীরা খুব বন্ধুভাবাপন্ন এবং সহায়ক। তারা সর্বদা তাদের সুখ-দুঃখ আমাদের সাথে ভাগাভাগি করে। যদি আমাদের ভাল প্রতিবেশী না থাকে, তবে প্রয়ােজনের সময় আমরা কাউকে পাব না। এক্ষেত্রে জীবন দুর্দশাগ্রস্থ হয়ে পড়ে। তাই সমাজে শান্তিতে বসবাস করতে ভালাে প্রতিবেশী প্রয়ােজন।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
2 comments

2 comments

  • Anonymous
    Anonymous
    28 May, 2022
    রচনা ঠিক নেই
    • Anonymous
      Anonymous
      31 January, 2023
      hmn
    Reply