নৌকা ভ্রমণ অনুচ্ছেদ রচনা
Fatin Tawsif Hoque
... min to read
Listen
প্রত্যেকেরই ভ্রমণের মােহ রয়েছে। নৌকা ভ্রমণ আমি খুব পছন্দ করি। ভ্রমণের একটি সুযােগের জন্য আমি অপেক্ষা করতেছিলাম। গত বর্ষাকালে আমি এবং আমার কিছু বন্ধু একটি নৌকা ভ্রমণ করেছিলাম। প্রথম পর্বের পরীক্ষার সমাপ্তি উপলক্ষে আমরা গিয়েছিলাম। আমরা মঠবাড়িয়া থেকে বামনা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমরা একটি বড় নৌকা ভাড়া করেছিলাম। আমরা সকাল ৭টায় আমাদের ভ্রমণ শুরু করেছিলাম। দুইজন মাঝি ছিল। নদীটি শান্ত ছিল। যেহেতু বাতাস অনুকূলে ছিল, সেহেতু মাঝিরা পাল তুলেছিল। শীঘ্রই নৌকাটি দ্রুত চলতে শুরু করেছিল। সুন্দর দৃশ্য উপভােগ করতে আমি নৌকার খােলা অংশে বসেছিলাম। আমি নদীতে অনেক স্টিমার এবং লঞ্চ দেখেছিলাম। কিছু জেলে নদীতে মাছ ধরতেছিল। ছেলেরা, মেয়েরা এবং নারীরা নদীতে সাঁতার কাটতেছিল। প্রায় দুপুর ২টায় আমরা দুপুরের আহার করেছিলাম। দুপুরের আহারের পরে আমরা এক ঘন্টার জন্য বিশ্রাম নিয়েছিলাম এবং প্রায় বিকাল ৩টায় আমরা আমাদের ফিরে যাওয়ার ভ্রমণ শুরু করেছিলাম। সন্ধ্যায় আমরা সূর্যাস্ত উপভােগ করেছিলাম। যা-হােক, সন্ধ্যা ৭টায় আমরা বাড়িতে পৌছেছিলাম। খুব ভালভাবে আমরা ভ্রমণটি উপভোগ করেছিলাম। আমি ভ্রমণটি কখনাে ভুলব না।
1 comment