সংবাদপত্র অনুচ্ছেদ রচনা
Fatin Tawsif Hoque
... min to read
Listen
যে কাগজ আমাদেরকে দেশ-বিদেশের সংবাদ পরিবেশন করে তাকে সংবাদপত্র বলে। এটিকে জ্ঞানের ভান্ডার বলা হয়। সংবাদপত্র পাঠের অনেক সুবিধা আছে। আমরা সংবাদপত্রের মাধ্যমে সব ধরনের তথ্য পাই। এর মাধ্যমে বিশ্বব্যাপী কি ঘটছে তা জানতে পারি। এটি আমাদেরকে রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি, সাহিত্য, শিক্ষা, চিকিৎসা, খেলাধুলা প্রভৃতি সম্পর্কে সংবাদ সরবরাহ করে। আমাদের দেশে অনেক ধরনের সংবাপত্র রয়েছে। যেমন: প্রাত্যতিক, সাপ্তাহিক, মাসিক ইত্যাদি। আমি প্রত্যহ মনােযােগেরসাথে সংবাদপত্র পড়ি। সকালে ঘুম থেকে ওঠার পর আমি সংবাদপত্রের জন্য আগ্রহের সাথে অপেক্ষা করি। কারণ, এটা আনন্দ এবং জ্ঞানের একটি বড় উৎস। অনেক গুরুত্ব থাকা সত্ত্বেও সংবাদপত্রের কিছু নেতিবাচক দিক রয়েছে। মাঝে মাঝে সংবাদপত্র মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের দ্বারা ভুল বুঝাবুঝির সৃষ্টি করে। ফলে, এটি জনসাধারণের অনুভূতিকে উত্তেজিত করে এবং দেশের যথেষ্ট ক্ষতিসাধন করে। যা-হােক, আমরা সংবাদপত্র ব্যতীত এক দিনও চলতে পারি না। এটি আমাদের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ।
1 comment