SkyIsTheLimit
Bookmark

প্রাকৃতিক দুর্যোগ অনুচ্ছেদ রচনা

বাংলাদেশেকে প্রাকৃতিক দুর্যোগের দেশ বলা হয় কারণ প্রায় প্রতি বছর সে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের দ্বারা আক্রান্ত হয়। প্রতিবছর বন্যা, ঘূর্ণিঝড়, জলােচ্ছাস, অতিরিক্ত বৃষ্টিপাত, ভূমিকম্প, খরার মত কিছু সাধারণ প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশে হানা দেয়। এ প্রাকৃতিক দুর্যোগগুলাের মধ্যে বন্যা এবং ঘূর্ণিঝড় সবচেয়ে স্বাভাবিক। বিশেষ করে বর্ষাকালে এটি হানা দেয়। এটা আমাদের কৃষি, ঘরবাড়ি এবং সম্পত্তির ক্ষতিসাধন করে। যা-হােক, যে কোন ধরনের প্রাকৃতিক দুর্যোগ আমাদের দেশে বিরাট ক্ষতিসাধন করে। অনেক লােক মারা যায়, অনেকে হারিয়ে যায় এবং অনেকে গৃহহীন হয়ে যায়। অনেক গবাদি পশু মারা যায়। অনেক ঘরবাড়ি ভেঙ্গে যায়। অনেক মারাত্মক রােগ যেমন- কলেরা, টাইফয়েড, ডায়রিয়া প্রভৃতির প্রাদুর্ভাব দেখা দেয়। প্রাকৃতিক দুর্যোগের কারণে শিক্ষা প্রতিষ্ঠান, গাছপালা এবং যােগাযােগ ব্যবস্থা ক্ষতিগ্রস্থ হয়। এক কথায়, প্রাকৃতিক দুর্যোগগুলাে মানুষের অবর্ণনীয় ভােগান্তি বয়ে আনে। যা-হােক, আমরা প্রাকৃতিক দুর্যোগগুলাে প্রতিরােধ করতে পারি না কিন্তু দুর্গতদের ক্ষতি কমাতে আমরা কিছু পদক্ষেপ গ্রহণ করতে পারি। এক্ষেত্রে আমরা জনসাধারণের মধ্যে সচেতনতা বাড়াতে পারি এবং তাদের প্রশিক্ষণ দিতে পারি।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment