জনসংখ্যা সমস্যা অনুচ্ছেদ রচনা
Fatin Tawsif Hoque
... min to read
Listen
জনসংখ্যা সমস্যা বলতে কোন নিয়ন্ত্রণ ছাড়া দ্রুত জন্মহার বৃদ্ধিকে বুঝায়। এটি আমাদের পরিবেশ এবং অস্তিত্বের জন্য একটি অপরিবর্তনীয় সমস্যা। এটি বাংলাদেশের সর্ববৃহৎ সমস্যা। বাংলাদেশের ভূমির পরিমাণ তার বিশাল জনসংখ্যার তুলনায় কম। এই কারণে বাংলাদেশেকে অতিরিক্ত জনসংখ্যা অধ্যুষিত দেশ হিসেবে বিবেচনা করা হয়। আমাদের দেশে জনসংখ্যা বৃদ্ধির অনেক কারণ রয়েছে। আমাদের জীবন এবং অস্তিত্বের উপর অতিরিক্ত জনসংখ্যা বৃদ্ধির অনেক নেতিবাচক প্রভাব রয়েছে। এটা আমাদের অর্থনৈতিক অগ্রগতিকে ব্যাহত করে। এটা নানামুখী সমস্যা সৃষ্টি করে। এগুলাের কয়েকটি হলাে দরিদ্রতা, নিরক্ষরতা, বেকার সমস্যা, স্বাস্থ্য এবং পয়ঃনিদ্কাশন সমস্যা প্রভৃতি। এটি আমাদের দেশের উন্নয়নের এক বড় ধরনের প্রতিবন্ধকতা। এটা আমাদের পরিবেশকেও দূষিত করে। যদিও জনসংখ্যা একটি দেশের সম্পদ, তবুও এটি বর্তমানে দেশের জন্য একটি বােঝায় পরিণত হয়েছে। সুতরাং, জনসংখ্যা বৃদ্ধি অবশ্যই নিয়ন্ত্রণে রাখতে হবে। এটা নিয়ন্ত্রণে আমাদের কিছু পদক্ষেপ গ্রহণ করা উচিত। উচ্চ জনসংখ্যা বৃদ্ধির মারাত্মক ফলাফল সম্পর্কে জনগণকে অবশ্যই সচেতন করা উচিত। গণমাধ্যম যেমন রেডিও, টেলিভিশন এবং সংবাদপত্র এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
Post a Comment