গণমাধ্যম অনুচ্ছেদ রচনা
Fatin Tawsif Hoque
... min to read
Listen
যে প্রক্রিয়ায় একসঙ্গে ব্যাপক সংখ্যক জনগণের সঙ্গে যােগাযােগ সম্পন্ন করা যায় তাকে গণমাধ্যম বলে। এটাকে জনমত গঠনের মাধ্যম হিসেবেও বিবেচনা করা হয়। বর্তমান বিশ্বে দুই ধরনের গণমাধ্যম আছে। এরা হলো ইলেক্ট্রনিক মিডিয়া এবং প্রিন্ট মিডিয়া। ইলেক্ট্রনিক মিডিয়াগুলাে হলাে রেডিও, টেলিভিশন, সিনেমা ও ইন্টারনেট। অন্যদিকে, প্রিন্ট মিডিয়াগুলাে হলাে সংবাদপত্র, ম্যাগাজিন, সাময়িকপত্র ইত্যাদি। এসব গণমাধ্যম ব্যবহার করে দূরের মানুষের কাছে সহজে বার্তা পাঠানাে যায়। গণমাধ্যমের গুরুত্ব অনেক। গণমাধ্যমের মাধ্যমে আমরা মুহুর্তের মধ্যে জানতে পারি পৃথিবীর দূর প্রান্তে কি ঘটছে। এটা দেশ-বিদেশের সংবাদ সরবরাহ করে আমাদের সহায়তা করে। এটা যে কোন দুর্যোগ সম্পর্কে আমাদের সজাগ করে। এটা দুর্গত মানুষের সংবাদ প্রকাশ করতে সহায়তা করে যাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়ােজনীয় পদক্ষেপ গ্রহণ করতে পারে। গণমাধ্যম শুধু সংবাদ এবং বিনােদনের উৎসই নয়, এটা শিক্ষারও একটা উপকরণ হতে পারে। রেডিও, টেলিভিশন এবং সংবাদপত্র শিক্ষা বিস্তারের জন্য খুবই সহায়ক। নিরক্ষর লােকজনও এ গণমাধ্যমগুলাে দ্বারা উপকৃত হতে পারে। টেলিভিশন যা গণযােগাযােগের একটি জনপ্রিয় মাধ্যম তা প্রায়ই দূরশিক্ষণ অনুষ্ঠানমালা প্রচার করে। এসব সুবিধা থাকা সত্ত্বেও গণমাধ্যমের কিছু অসুবিধাও রয়েছে। মাঝে মাঝে গণমাধ্যম মিথ্যা এবং ভিত্তিহীন সংবাদ দিয়ে জনসাধারণের মধ্যে ভুল বােঝাবুঝির সৃষ্টি করে। তাছাড়া স্যাটেলাইট চ্যানেলগুলাে মাঝে মাঝে কিছু কুরুচিপূর্ণ অনুষ্ঠান প্রচার করে যা আমাদের যুব প্রজন্মের নৈতিক চরিত্রের ক্ষতিসাধন করে। তাই গণমাধ্যমের ব্যবহার অর্থপূর্ণ হওয়া উচিত।
1 comment