SkyIsTheLimit
Bookmark

পহেলা বৈশাখ / নববর্ষ অনুচ্ছেদ রচনা

বাংলা বছরের প্রথম দিন পহেলা বৈশাখ হিসেবে উদ্যাপিত হয়। দিনটি ঐতিহ্যগত উৎসবের মধ্য দিয়ে দেশব্যাপী উদযাপিত হয়। এটি গ্রাম এবং শহরে উদযাপিত হয়। গ্রামের লােকজন। তাদের পুরানাে প্রথা অনুসারে দিনটি উদ্যাপন করে। বাড়িতে বিশেষ খাবারের আয়ােজন করা হয়। বিভিন্ন স্থানে বৈশাখী মেলা অনুষ্ঠিত হয়। শহরে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন আকর্ষণীয় অনুষ্ঠানের আয়ােজন করে। রমনা বটমূলে এটা জাঁকজমকপূর্ণভাবে উদযাপন করা হয়। অসংখ্য শহুরে লােক খুব সকালে ঘুম থেকে ওঠে এবং কবিতা পাঠ, গান, মঞ্চনাটক, বক্তৃতা প্রভৃতি উপভােগ করতে অনুষ্ঠানে যায়। অনেকে সকালে পান্তা-ইলিশ বায়। ছেলেমেয়েরা বর্ণাঢ্য পােশাক পরিধান করে। তারা বৈশাখী মেলায় যায় এবং মিষ্টি, খেলনা, পুতুল এবং হস্তনির্মিত জিনিসপত্র ক্রয় করে। অত্যন্ত আনন্দের সাথে তারা দিনটি উপভােগ করে। গ্রাম এবং শহরের উভয় দোকানদাররা হাল খাতা খােলে। তারা তাদের খদ্দের এবং মক্কেলদের মধ্যে মিষ্টি বিতরণ করে। আমি ঢাকায় থাকি। এই দিনে আমি সচরাচর সকালে রমনা বটমূলে যাই। আমি পাজামা এবং পাঞ্জাবি পরিধান করি। আমি পান্তা-ইলিশ খাই এবং বিভিন্ন অনুষ্ঠানে যােগদান করি। এই দিনটির গুরুত্ব অনেক। দিনটি উদ্যাপনের মধ্যে দিয়ে আমরা আমাদের বাঙালি সংস্কৃতি এবং ঐতিহ্যকে স্মরণ করতে পারি।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
1 comment

1 comment

  • Anonymous
    Anonymous
    24 May, 2022
    Nice
    Reply