SkyIsTheLimit
Bookmark

গ্রন্থাগার অনুচ্ছেদ রচনা

গ্রন্থাগার হচ্ছে বিভিন্ন বিষয়ের উপর বইয়ের একটি সংগ্রহ। এটি বলতে একটি বাড়িকে বুঝায় যেখানে পাঠকদের ব্যবহারের জন্য বই রাখা হয়। একটি সার্বজনিক গ্রন্থাগার বলতে সাধারণ মানুষের জন্য গ্রন্থাগারকে বুঝায়। বিভিন্ন ধরনের সার্বজনিক গ্রন্থাগার রয়েছে যেমন: শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত গ্রন্থাগার, একটি স্বাধীন সার্বজনিক গ্রন্থাগার, একটি জাতীয় গ্রন্থাগার ইত্যাদি। সদস্যরা যারা মাসিক চাঁদা দেয় তারা সার্বজনিক গ্রন্থাগারে বই পড়তে পারে। একটি সার্বজনিক গ্রন্থাগার আমাদেরকে বিভিন্নভাবে সহায়তা করে। এটি আমাদের বিপুল সংখ্যক এবং নানাবিধ বইয়ের সাথে পরিচিত হওয়ার সুযােগ দেয়। এটি একজনকে সকল বয়সের এবং দেশের সংস্কৃতির সাথে অন্তরঙ্গ করতে পারে। একটি সার্বজনিক গ্রন্থাগার ব্যবস্থাপনা করতে কিছু কর্তৃপক্ষ থাকে। একটি সার্বজনিক গ্রন্থাগার কিছু দুর্লভ বই সংরক্ষণ করে। আমাদের শিক্ষা জীবনে একটি সার্বজনিক গ্রন্থাগারে আমরা এসব দামী এবং দুর্লভ বই পেতে পারি। সুতরাং, এটি আমাদের শিক্ষা জাবনের একটি অবিচ্ছেদ্য অংশ।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment