ঝড়ের রাত অনুচ্ছেদ রচনা
Fatin Tawsif Hoque
... min to read
Listen
একটি ঝড়াে রাত আতঙ্ক এবং শঙ্কায় পরিপূর্ণ। চারদিকে ভয়ংকর শব্দ শােনা যায়। প্রবলবেগে বাতাস প্রবাহিত হয়। সারা আকাশ মেঘে ঢাকা থাকে। এটি সাধারণত চৈত্র এবং বৈশাখ মাসে ঘটে থাকে। একটি ঝড়ো রাতে প্রকৃতিকে বিষন্ন মনে হয়। বজ্রপাত এবং বিদ্যুতের ঝলকানি লােকজনকে ভীত করে। মনে হয়, সবকিছু মড়মড় করে ভেঙ্গে পড়ছে। ঝড় সাধারণত দুই থেকে তিন ঘন্টা স্থায়ী হয়। ঝড়ের পরে চারদিকে ধ্বংসলীলা দেখা যায়। অনেক ঘর-বাড়ি উড়ে যায় এবং অনেক লােক গৃহ হারা ও অসহায় হয়ে পড়ে। গাছপালাগুলাে উপড়ে যায়। এক কথায়, এটা জীবন এবং সম্পত্তির যথেষ্ট ক্ষতিসাধন করে। যা-হােক, একটি ঝড়াে রাত হচ্ছে ভয় এবং আতঙ্কের রাত।
Post a Comment