বনভোজন অনুচ্ছেদ রচনা
Fatin Tawsif Hoque
... min to read
Listen
বনভােজন আনন্দের উৎস। প্রত্যেকেরই বনভােজন উপভােগের মােহ রয়েছে। আমি একটি বনভােজন উপভােগের সুযােগের জন্য অপেক্ষা করতেছিলাম। গত মাসে, আমি একটি । বনভােজন উপভােগের সুযােগ পেয়েছিলাম। আমি এবং আমার কয়েকজন বন্ধু 1. সােনারগাঁওয়ে গিয়েছিলাম। ঐ দিন, খুব সকালে একটি ভাড়া করা বাসে আমাদের ভ্রমণ শবুকরেছিলাম। আমরা প্রয়ােজনীয় বাসনপত্র এবং দ্রব্যাদি আমাদের সাথে নির়েছিলাম। আমরা সকাল ১০টায় আমাদের গন্তব্যস্থানে পৌঁছেছিলাম। আমার কিছু বন্ধু আমাদের জন্য দুপুরের খাবার রাধতে শুরু করেছিল। কিন্তু, সুমন, আজাদ, পারভেজ এবং আমি সােনারগাঁওয়ের দর্শনীয় স্থান দেখতে বেরিয়ে পড়েছিলাম। আমরা একটি নিকটবর্তী পুকুরে গােসল করেছিলাম। আমরা সাঁতার প্রতিযােগিতায় অংশ নিয়েছিলাম যা ছিল খুবই মনােমুগ্ধকর। প্রায় ২টার সময় আমরা খুব ক্ষুধা অনুভব করেছিলাম এবং আমরা আমাদের দুপুরের খাবার খেয়েছিলাম। আমাদের দুপুরের খাবার খাওয়ার পর আমার বন্ধু মুহিন তার গান দিয়ে আমাদের মুগ্ধ করেছিল। আমরা প্রায় সন্ধ্যা ৬টার দিকে ফিরে আসতে রুকরেছিলাম। বনভােজনটি সত্যিই উত্তেজনাকর এবং আনন্দময় ছিল।
Post a Comment