SkyIsTheLimit
Bookmark

পড়ার কক্ষ অনুচ্ছেদ রচনা

একটি কক্ষ যা পড়ার জন্য ব্যবহৃত হয়, তাকে পড়ার কক্ষ বলে। প্রত্যেক শিক্ষার্থীরই একটি পড়ার কক্ষ থাকা উচিত। যেহেতু আমি একজন ছাত্র, সেহেতু আমার নিজের আলাদা একটি পড়ার কক্ষ রয়েছে। এটি আমার বৈঠকখানার সামনে অবস্থিত। এটি একটি ছােট এবং সুন্দর কক্ষ। কক্ষটিতে একটি দরজা এবং তিনটি জানালা রয়েছে। ফলে, সূর্যের আলাে এবং বাতাস সহজেই আমার কক্ষে আসতে পারে। আমার পড়ার কক্ষে একটি টেবিল, একটি চেয়ার এবং সুন্দর একটি বইয়ের তাক রয়েছে। টেবিলের উপর একটি টেবিল ঘড়ি রয়েছে। বইগুলাে সুন্দরভাবে সজ্জিত করা। আমি আমার পড়ার কক্ষটি পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি। আমার পড়ার কক্ষে একটি বিছানাও রয়েছে। আমার পড়ার কক্ষটি দেখতে খুবই সুন্দর। যা- হােক, আমি আমার পড়ার কক্ষে মনােরম এবং আরামদায়ক অনুভব করি।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
3 comments

3 comments

  • Anonymous
    Anonymous
    16 November, 2022
    Thanks
    • Anonymous
      Anonymous
      12 February, 2023
      পরপররপপপপপ
    Reply
  • Anonymous
    Anonymous
    26 July, 2022
    মেহেদী হাসান
    Reply