SkyIsTheLimit
Bookmark

পরিবেশ দূষণ অনুচ্ছেদ রচনা

দূষণ বলতে বায়ু, পানি এবং শব্দ প্রভৃতি দূষিত করাকে বুঝায়। কিছু অজ্ঞলােক এর জন্য দূষণ/পরিবেশ দূষণ দায়ী। আমাদের পরিবেশ দূষণমুক্ত রাখার নিয়ম-কানুন তারা জানে না বা অনুসরণ করে না। পরিবেশ দূষণকে অনেক ভাগে ভাগ করা যায়। এগুলাে হলাে বায়ু দূষণ, পানি দূষণ এবং শব্দ দূষণ। বায়ু আমাদের পরিবেশের একটি গুরত্বপূর্ণ উপাদান যা কল, কারখানা এবং মােটর গাড়ি প্রভৃতির ধোঁয়ার দ্বারা দূষিত হচ্ছে। তাছাড়া, খাদ্য রান্না, ইট এবং আবর্জনা পােড়ানাে থেকে প্রচর পরিমাণে ধোঁয়া নির্গত হয়। মনুষ্য বর্জ্য, শিল্প কারখানার বর্জ্য, রাসায়নিক পদার্থ এবং বিষাক্ত জিনিস দ্বারা পানি দূষিত হয়। শব্দ দূষণ ঘটে যানবাহনের হর্ন এবং মাইক্রোফোনের দ্বারা। এভাবে আমাদের পরিবেশ দূষিত হচ্ছে। পরিবেশ দূষণের মারাত্মক প্রভাব রয়েছে। এটি মানুষ এবং প্রাণীর অপ্রত্যাশিত মৃত্যু ঘটায়। পরিবেশ দূষণের কারণে আমরা বিভিন্ন মারাত্মক রােগে ভুগি। পরিবেশ দূষণ পৃথিবীর আবহাওয়ার পরিবর্তন ঘটায়। ফলে, আমাদেরকে বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগের মুখােমুখি হতে হয়। সুতরাং, এটা প্রতিরােধ করতে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা উচিত। জীবজন্তু এবং গাছপালার প্রতি আমাদের অবশ্যই সদয় হওয়া উচিত। রাসানিক পদার্থের নির্বিচার ব্যবহারের বিরুদ্ধে আমাদের অবশ্যই পদক্ষেপ নিতে হবে। পরিবেশ দূষণের ধ্বংসাত্মক প্রভাব সম্পর্কে সাধারণ জনগণের মাঝে আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। এ ক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
1 comment

1 comment

  • SK ALHAZ
    SK ALHAZ
    28 April, 2021
    খুব সুন্দর লেখা। খুব ভালো পোস্ট। সবার উপকারে আসবে।
    Reply