পলিথিন অনুচ্ছেদ রচনা
Fatin Tawsif Hoque
... min to read
Listen
নিত্য প্রয়ােজনীয় সামগ্রী বহনের জন্য পলিব্যাগ ব্যবহৃত হয়। এটি প্লাস্টিকের তৈরি। আজকাল এটি আমাদের স্বাস্থ্য এবং পরিবেশের জন্য বিরাট হুমকিতে পরিণত হয়েছে। মানুষ জিনিসপত্র যেমন- শাকসবজি, চাল, মাছ, মাংস প্রভৃতি বহন করতে পলিথিন ব্যবহার করে। যদি পলিব্যাগে খাবার রাখা কয়, তবে সেগুলাে দ্রুত পচে যায়। পলিব্যাগে প্যাকেট করা খাবার স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। এটি বিভিন্ন ধরনের ব্যাধি সৃষ্টি করে। সস্তা হওয়ার কারণে, মানুষ এটি একবার ব্যবহার করে এবং ফেলে দেয়। এটি প্রাকৃতিকভাবে পচে যায়। না। পলিব্যাগ মাটির উর্বরতা কমায়। এটি প্রায়ই বন্যায় ভাসিয়ে নিয়ে যায়। ফলে, আমাদের নিষ্কাশন প্রক্রিয়া এবং পয়ােনিষ্কাশন ব্যবস্থা সহজেই বাধাপ্রাপ্ত হয় এবং এটি নগরবাসীদের জন্য ভােগান্তির সৃষ্টি করে। এভাবে, পলিথিন আমাদের পরিবেশের ক্ষতিসাধন করে। যা- হােক, এটির ব্যবহার বন্ধ করতে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করতে হবে। সৌভাগ্যক্রমে, আমাদের সরকার কর্তৃক ইতােমধ্যে পলিব্যাগের ব্যবহার বন্ধ করা হয়েছে। এটি সত্ত্বেও, কিছু লোককে পলিব্যাগ ব্যবহার করতে দেখা যায়। সুতরাং, তাৎক্ষণিকভাবে আইনগত পদক্ষেপ অবশ্যই গ্রহণ করতে হবে। পলিথিনের কু-প্রভাবগুলাে সম্পর্কে জনসাধারণকে সচেতন হতে হবে। এ ক্ষেত্রে গণমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
1 comment