SkyIsTheLimit
Bookmark

দরিদ্রতা অনুচ্ছেদ রচনা

দরিদ্রতা বলতে একটি অবস্থাকে বুঝায় যাতে মানুষ জীবনের মৌলিক প্রয়ােজনগুলাে উপভােগ করতে পারে না। আমাদের দেশের অধিকাংশ লােক খুবই দরিদ্র। তারা দারিদ্র সীমার নিচে বাস করে। তারা দরিদ্রতার কারণে খুব শােচনীয় জীবন পরিচালনা করে। যা- হােক, এই দরিদ্রতা কিছু পরিমাণে লাঘব করতে পারা যায়। আমাদের ভূমি বৈজ্ঞানিকভাবে চাষ করা উচিত। বৈজ্ঞানিক পদ্ধতি এবং আধুনিক কৃষিকাজ প্রবর্তন করা উচিত। উচ্চ জন্মহার নিয়ন্ত্রণ করা উচিত। অধিক কর্মসংস্থানের সুযােগ সৃষ্টি করা উচিত। দরিদ্রতা দূর করতে কিছু অন্যান্য পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। এগুলাে হলাে পশুপালন, শস্য বহুমুখীকরণ, মৎস্যচাষ, হাঁস-মুরগি পালন, উদ্যানকর্ষণ, গব্যখামার ব্যবসা ইত্যাদি। এ জিনিসগুলাে দরিদ্রতা লাঘব করতে বহুদুর অগ্রসর হবে।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment