দ্রব্যমূল্যের উর্ধ্বগতি অনুচ্ছেদ রচনা
Fatin Tawsif Hoque
... min to read
Listen
দ্রব্যমূল্যের উর্ধ্বগতি বলতে প্রায় সব নিত্য প্রয়ােজনীয় দ্রব্যমূল্যের মাত্রাতিরিক্ত বৃদ্ধিকে বুঝায়। এর অনেক কারণ রয়েছে। নিত্য প্রয়ােজনীয় সামগ্রীর কম সরবরাহ এবং মুদ্রাস্ফীতি দ্রব্যমূল্যের উর্ধ্বগতির জন্য দায়ী। মাঝে মাঝে অসৎ ব্যবসায়ী এবং মজুতদাররা অধিক মুনাফার জন্য কৃত্রিমভাবে দাম বৃদ্ধি করে। বন্যা, রেল ও সড়ক যােগাযােগের ক্রটির কারণে এটা ঘটতে পারে। রমজান মাসে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি তীব্রভাবে সৃষ্টি হয়। শাকসবজি, বেগুন, কাঁচা মরিচ, চিনি এবং তেল তখন সবচেয়ে ব্যয়বহুল হয়ে পড়ে। আমাদের সমাজে এর কিছু নেতিবাচক প্রভাব আছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি আমাদের জীবন যাত্রার মান কমিয়ে দেয় এবং আমাদের সমাজে দুর্নীতি বাড়িয়ে দেয়। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের ভােগাস্তি বৃদ্ধি করে।আমাদের সমাজের দরিদ্র এবং মধ্যবিত্ত শ্রেণীর লােকজন এর দ্বারা ক্ষতিগ্রস্থ হয়। কিন্তু সবচেয়ে ভুক্তভােগী হচ্ছে তারা যারা দিন এনে দিন খায়। এটা নিয়ন্ত্রণে সরকারের দ্রুত পদক্ষেপ নেয়া উচিত। বাজার মূল্য পর্যবেক্ষণের জন্য বাজার এলাকায় আইন প্রয়ােগকারী সংস্থা মােতায়েন করা উচিত। অসৎ ব্যবসায়ী এবং মজুতদারদের বিরুদ্ধে অবশ্যই আইনগত পদক্ষেপ নেয়া উচিত।
Post a Comment