পিতা-মাতা অনুচ্ছেদ রচনা
Fatin Tawsif Hoque
... min to read
Listen
পিতা-মাতা ঐশ্বরিক দান। ভূ-পৃষ্ঠে তারাই আমাদের জীবনের উৎস। আমার বাবার নাম আব্দুস সাত্তার এবং মাতার নাম রহিমা বেগম। আমার মা বিএ পাস এবং তিনি একজন গৃহিনী এবং আমার বাবা এমএ পাস এবং তিনি একজন সরকারি চাকুরিজীবী। তারা আমার যথেষ্ট যত্ন নেন। তারা আমার পড়াশুনা এবং অন্যান্য কর্মকান্ডগুলাে সর্বদা পর্যবেক্ষণ করেন। আমি তাদের চোখের মনি। তাঁরা সর্বদা আমার স্বস্তির কথা চিন্তা করেন। তারা সর্বদা আমার উজ্জ্বল ভবিষ্যৎ প্রত্যাশা করেন। তাঁরা চান আমি জীবনে সুশিক্ষিত এবং সুপ্রতিষ্ঠিত হই। তারা খুব আনন্দিত হন যখন আমি পরীক্ষায় খুব ভালাে ফলাফল করি। তাঁদের প্রতি আমার কর্তব্য হচ্ছে তাদের আদেশ মেনে চলা এবং তাঁদের সুস্থ ও মানসিক শান্তির জন্য আল্লাহর নিকট প্রার্থনা করা। পৃথিবীর যে কোন কিছুর চেয়ে আমি আমার পিতা-মাতাকে অধিকতর বেশি ভালবাসি। আমার পিতা-মাতা সর্বদা আমাকে সৎ সময়নিষ্ঠ, ভদ্র, বিনয়ী, ধার্মিক এবং আত্মসর্গী হতে শিক্ষা দেন। তারা সর্বদা আমার কল্যাণের জন্য সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করেন। আমি এরূপ পিতা-মাতা পেয়ে সত্যিই গর্বিত। আমি তাঁদের ব্যতীত এক মূহুর্তও চিন্তা করতে পারি না।
2 comments