ছাত্র রাজনীতি অনুচ্ছেদ রচনা
Fatin Tawsif Hoque
... min to read
Listen
যখন একজন ছাত্র নিজেকে কোন রাজনৈতিক দলের সাথে যুক্ত করে এবং রাজনৈতিক কর্মকান্ডে অংশ গ্রহণ করে তখন তাকে ছাত্র রাজনীতি বলে। আজ এটি বাংলাদেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানগুলােতে ছড়িয়ে পড়েছে। আমাদের দেশের ছাত্র সংগঠনগুলোর দীর্ঘ এবং সৌরবময় ইতিহাস আছে। ছাত্ররা বৃটিশবিরােধী আন্দোলনে, আমাদের ভাষা। আন্দোলনে এবং মুক্তিযুদ্ধে ঝুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ঐ সময়ে ছাত্র রাজনীতির মূল উদ্দেশ্য ছিল সাধারণ ছাত্র-ছাত্রীদের স্বার্থ রক্ষা করা এবং দমননীতি, অত্যাচার, অবিচার প্রভৃতির বিরুদ্ধে প্রতিবাদ করা। তারা বর্বরতার বিরুদ্ধে সরবে প্রতিবাদ করত। দুর্ভাগ্যবশত আমাদের ছাত্র সংগঠনগুলাের এ চরিত্রের আজ অনেক পরিবর্তন হয়েছে। আমাদের সমাজের অধিকাংশ অপরাধ প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে তথাকথিত ছাত্ররা যারা নােংরা রাজনীতির সাথে জড়িত তাদের দ্বারা সংঘটিত হচ্ছে। বর্তমান ছাত্র রাজনীতির প্রধান লক্ষ্যসমূহ হচ্ছে। ব্যক্তিগত স্বার্থ, আধিপত্য বিস্তার এবং ক্ষমতা আঁকড়ে ধরা। এগুলাে ছাড়াও ছাত্র রাজনীতির অন্যান্য অনেক কুফল রয়েছে। আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে, শিক্ষার্থীদের প্রধান দায়িত্ব হচ্ছে তাদের পড়াশুনায় মনােযােগী হওয়া। কিন্তু ছাত্র রাজনীতি তাদের পড়াত্তনার ক্ষতিসাধন করে এবং তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলােতে বিশৃঙ্খলা সৃষ্টি করে। প্রকৃতপক্ষে, এটি হচ্ছে সামাজিক, রাজনৈতিক অপরাধের একটি বড় উৎস। যা-হােক, আমি মনে করি যে, এটি যে কোন মূল্যে নিষিদ্ধ করা উচিত। এটি আমাদের শিক্ষার্থীদের প্রকৃত উন্নয়নে হুমকিতে পরিণত হয়েছে।
1 comment