SkyIsTheLimit
Bookmark

মোবাইল ফোন অনুচ্ছেদ রচনা

মােবাইল ফোন এরূপ একটি তার বিহীন ফোন যার দ্বারা তাৎক্ষণিকভাবে আমরা অন্যদের সাথে যােগাযােগ করতে পারি। এটি যােগাযােগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। এটি আধুনিক বিজ্ঞানের বিস্ময়কর আবিষ্কারগুলাের একটি। এর মাধ্যমে আমরা সম্ভাব্য স্বল্প সময়ের মধ্যে দেশ-বিদেশের মানুষের সাথে যােগাযােগ করতে পারে। টেলিফোন এর তুলনায় মােবাইল ফোনের ব্যবহার অধিক সুবিধাজনক। বিশেষ করে চাকুরিজীবী, ডাক্তার এবং অন্যান্য পেশাজীবীরা এটা ব্যবহার করে। যদিও অতীতে এটা ছিল আভিজাত্যের প্রতীক, তবে বর্তমানে আমাদের দেশে প্রত্যেকের হাতেই এটি দেখা যায়। আজ আমরা এটা ব্যতীত এক দিনও চলতে পারি না। মােবাইল ফোন ব্যবহারের পূর্বে যােগাযােগ এবং বার্তা প্রেরণ পদ্ধতি খুব কঠিন ছিল। তথাপি মােবাইল এখন পৃথিবীর দূরত্ব কমিয়েছে। এটি বিশ্বকে আমাদের মুঠোয় এনেছে। বর্তমানে যে কেউ তার মােবাইলে ইন্টারনেট ব্যবহার করতে পারে এবং সমস্ত বিশ্বের সাথে যােগাযােগ করতে পারে। এসব সুবিধা থাকা সত্ত্বেও মােবাইল ফোনের কিছু অসুবিধাও আছে। দুষ্কৃতিকারীরা সহজেই অপরাধ সংঘটিত করতে পারে এবং মােবাইল ফোনের মাধ্যমে তাদের গােপনীয়তা রক্ষা করতে পারে। তাছাড়া, আমাদের যুব প্রজন্ম দিন দিন এতে আসক্ত হচ্ছে। প্রায়ই তাদেরকে গভীর রাত পর্যন্ত তাদের মেয়ে বন্ধু বা ছেলে বন্ধুর সাথে কথা বলতে দেখা যায়। ফলে তাদের স্বাস্থ্য এবং পড়াশুনার ক্ষতি হয়। মােবাইল ফোন। আমাদের স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর। মােবাইল ফোনের দ্বারা সৃষ্ট মহাজাগতিক রশ্মি আমাদের দেহের ক্ষতি করে। আমরা যখন এর দ্বারা কথা বলি তখন এটা আমাদের মস্তিষ্কের ক্ষতি করে। আবার, মােবাইলের অতিরিক্ত ব্যবহার প্রায়ই ব্রেনটিউমার, ক্যান্সার ইত্যাদির মত মারাত্মক রােগের সৃষ্টি করে। শিশু এবং গর্ভবতী নারীদেরকে মােবাইল ফোন ব্যবহার করতে নিষেধ করা হয়। তাই এর ব্যবহারে আমাদের সচেতন হওয়া উচিত।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
2 comments

2 comments

  • Unknown
    Unknown
    11 October, 2021
    Right
    Reply
  • Unknown
    Unknown
    11 October, 2021
    Right
    Reply