আমার মা অনুচ্ছেদ রচনা
Fatin Tawsif Hoque
... min to read
Listen
ভূপৃষ্ঠে পিতা-মাতা আমাদের জীবনের উৎস। যাকে আমি সবচেয়ে বেশি ভালবাসি তিনি হচ্ছেন আমার মা। আমার মা এর নাম রহিমা বেগম। তাঁর বয়স পঞ্চাশ বছর। তিনি একজন আদর্শ গৃহিনী। তার মধ্যে অনেক গুণ আছে। তিনি খুবই ভদ্র, বিনয়ী, স্নেহশীল, ধার্মিক এবং বুদ্ধিমতী। তিনি পরিবারের অনেক দায়িত্ব পালন করেন। তিনি সর্বদা আমাদের বাসা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখেন। তিনি আমাকে ও পরিবারের অন্যান্য সদস্যদের দেখাত্তনা করেন। তিনি সর্বদা আমাদের স্বস্তির কথা চিন্তা করেন। তিনি আমার পড়াশুনার ব্যাপারেও খুব সচেতন। তিনি সর্বদা আমার উজ্জ্বল ভবিষ্যৎ প্রত্যাশা করেন। তিনি চান আমি জীবনে সুশিক্ষিত ও সুপ্রতিষ্ঠিত হই। তিনি খুব খুশি হন যখন আমি পরীক্ষায় ভাল ফলাফল করি। তিনি আমার প্রথম শিক্ষক কারণ তিনি সর্বপ্রথম আমাকে পড়া-লেখা শিখিয়েছিলেন। তিনি খুবই ধার্মিক এবং দয়ালু। তিনি প্রতিদিন খুব ভােরে ঘুম থেকে ওঠেন, নামাজ পড়েন এবং কোরআন তিলাওয়াত করেন। একটি ইসলামী জীবন পরিচালনা করতে তিনি সর্বদা আমাদের উপদেশ দেন। তিনি আমাদের মঙ্গলের জন্য সর্বদা আল্লাহ্র নিকট প্রার্থনা করেন। তিনি সর্বদা আমাদের সৎ, সত্যবাদী এবং সময়নিষ্ঠ হতে শিক্ষা দেন। আমি এরূপ একজন আদর্শ মা পেয়ে সত্যিই গর্বিত। আমি তাঁকে ব্যতীত এক মুহুর্তও চিন্তা করতে পারি না।
9 comments