SkyIsTheLimit
Bookmark

গণশিক্ষা অনুচ্ছেদ রচনা

গণশিক্ষা বলতে যে সমস্ত লােক পড়তে ও লিখতে পারে না তাদের শিক্ষিত করাকে বুঝায়। সমাজ থেকে নিরক্ষরতা নির্মূল করা গণশিক্ষার একটি প্রধান উদ্দেশ্য। এটাকে সর্বব্যাপী শিক্ষাও বলা হয়। বাংলাদেশে শিক্ষার হার আদৌ সন্তোষজনক নয়। বেশির ভাগ লােক ভালভাবে পড়তে ও লিখতে পারে না। আমাদের দেশের গ্রামাঞ্চলে এ সমস্যা আরও প্রকট। বাংলাদেশ পৃথিবীর দরিদ্র দেশগুলাের মধ্যে একটি। বেশির ভাগ লোক এখানে দারিদ্র সীমার নিচে বাস করে। নিরক্ষরতা আমাদের দরিদ্রতার মূল কারণ। সুতরাং, আমাদের উন্নয়নের জন্য গণশিক্ষা অত্যাবশ্যক। এটা সত্য যে, নিরক্ষর লােকেরা একটি দেশের জন্য বোঝা। তারা জানে না। কীভাবে ভালভাবে আয় এবং ব্যয় করতে হয়। তারা তাদের অধিকার এবং কর্তব্য সম্পর্কে সচেতন নয়। আমাদের কৃষকরা অশিক্ষিত হওয়ায় তারা কৃষিক্ষেত্রে বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়ােগ করতে পারে না। তাছাড়া, শিক্ষার অভাবে তারা অনেক মারাত্মক রােখে ভােগে। বিভিন্ন ধরনের সামাজিক সমস্যা যেমন: জনসংখ্যা বিস্ফোরণ, যৌতুক, লিঙ্গ বৈষম্য এবং কুসংস্কার প্রভৃতি সর্বদা তাদের আঁকড়ে ধরে। সুতরাং, সরকার কর্তৃক গণশিক্ষা কর্মসূচি গ্রহণ করতে হবে। গণমাধ্যম যেমন: রেডিও, টেলিভিশন এবং সংবাদপত্র এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
1 comment

1 comment

  • Anonymous
    Anonymous
    10 November, 2023
    খুব সুন্দর, ধন্যবাদ।
    Reply