আত্ম-কর্মসংস্থান অনুচ্ছেদ রচনা
Fatin Tawsif Hoque
... min to read
Listen
আত্ম-কর্মস্থান বলতে বুঝায় কারও নিজস্ব প্রচেষ্টায় তার জন্য কাজের সুযােগ সৃষ্টি করা। বাংলাদেশ একটি জনসংখ্যা অধ্যুষিত দেশ এবং এটি তার সব জনসাধারণের জন্য চাকরির সুযােগ দিতে পারে না। ফলে, আমাদের দেশে বেকার সমস্যা অত্যন্ত প্রকট। কিন্তু, আত্ম- কর্মসংস্থান সহজেই এই বেকার সমস্যার সমাধান করতে পারে। একজন মানুষ চাকরির সুযােগসমূহ নির্ধারণ করার জন্য তার গুণ, সামর্থ্য এবং যােগ্যতাকে পরীক্ষা করে দেখতে পারে। মৎস্য খামার, মৎস্য চাষ, দুগ্ধ খামার, হাঁসমুরগি পালন, সবজি চাষ, ফুল চাষ প্রভৃতি। আত্ম-কর্মসংস্থানের কিছু সুযােগ। আমাদের দেশের পরিস্থিতি আত্ম-কর্মস্থানের জন্য উপযুক্ত হচ্ছে। বর্তমানে এমনকি শিক্ষিত যুবকরাও বিভিন্ন খামার খুলছে। অনেক প্রতিষ্ঠান রয়েছে যারা আত্ম-কর্মসংস্থানের জন্য ঋণ দেয়। আমাদের সরকার আমাদের বেকার লােকদের জন্য ঋণ এবং প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারে। আত্ম-কর্মসংস্থানের সুবিধা সম্পর্কে আমাদের যুব-সম্প্রদায়কে সচেতন করা যেতে পারে। গণমাধ্যম এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।
Post a Comment