গ্রামীণ উন্নয়ন অনুচ্ছেদ রচনা
Fatin Tawsif Hoque
... min to read
Listen
গ্রামীণ উন্নয়ন বলতে গ্রামের জনসাধারণ, সংস্কৃতি, ঐতিহ্য এবং অর্থনীতির উন্নয়নকে বুঝায়। বাংলাদেশ গ্রামের দেশ। আমাদের দেশে প্রায় আটষট্টি হাজার গ্রাম রয়েছে। বাংলাদেশের ৮০% এর অধিক লােক গ্রামে বাস করে। কৃষি এবং মাছধরা গ্রামবাসীদের প্রধান পেশা। গ্রামীণ মানুষের অবস্থা খুবই শোচনীয়। বেশিরভাগ গ্রামীণ জনসাধারণ দারিদ্র সীমার নিচে বাস করে। তারা জীবনের মৌলিক প্রয়ােজনগুলাে থেকে বঞ্চিত। তারা দরিদ্র, নিরক্ষর এবং বিভিন্ন ধরনের রােগে আক্রান্ত হয়। একটি জাতি উন্নত হবে কীভাবে যখন তার জনসাধারণের একটি বড় অংশ অবহেলিত এবং মৌলিক মানবাধিকার থেকে বঞ্চিত? সুতরাং, গ্রামীণ উন্নয়ন এখন সময়ের দাবী। গ্রামীণ উন্নয়নের জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। কৃষিভিত্তিক শিল্পায়নকে প্রধান অগ্রাধিকার দেয়া উচিত। গ্রামে কৃষিভিত্তিক পন্য যেমন চাল, পাট, শাকসবজি প্রভৃতি প্রচুর পরিমাণে জন্মে। কিন্তু, হিমাগার এবং অন্যান্য সংরক্ষণ যন্ত্রের অভাবে, আমাদের দরিদ্র গ্রামীণ জনসাধারণ প্রচুর পরিমাণ অর্থ হারাচ্ছে। অধিকন্তু, আমাদের দেশের কৃষকদের কৃষির বৈজ্ঞানিক পদ্ধতি সম্পর্কে শিক্ষা দেয়া উচিত। সুতরাং, বলা যায় যে, গ্রামীণ উন্নয়নই দেশের সত্যিকারের উন্নয়ন।
Post a Comment