SkyIsTheLimit
Bookmark

শিক্ষা অনুচ্ছেদ রচনা

শিক্ষা মানব জাতির মৌলক প্রয়ােজনগুলাের মধ্যে একটি। এটি একটি প্রক্রিয়া যা আমাদের মনকে উন্নত করে। অন্য কথায়, এটা একটা মানসিক এবং বুদ্ধিবৃত্তিসংক্রান্ত প্রশিক্ষণ যা আমাদের প্রতিদ্বন্দ্বিতা মােকাবেলায় এবং উন্নতির পথে বাধা দূর করতে সহায়তা করে। শিক্ষার প্রয়ােজনীয়তা অপরিমেয়। এটা যে কোন ধরনের উন্নয়নের জন্য অত্যাবশ্যক। এটা আমাদের মনের মানােন্নয়ন করে এবং অনুভবশক্তিকে পরিশোধন করে। কীভাবে ভালভাবে উপার্জন করতে হয় এবং কীভাবে ভালভাবে ব্যয় করতে হয় তা জানতে এটা আমাদের সহায়তা করে। এটা সত্যিই অজ্ঞতার অন্ধকার দূর করতে পারে। এটাকে প্রায়ই আলাের সাথে তুলনা করা হয়। শিক্ষার উদ্দেশ্য হচ্ছে ব্যক্তিকে আলোকিত করা এবং তার সীমাবদ্ধ ক্ষমতা বৃদ্ধি করা। এটা জীবনে সঠিক পছন্দ এবং সঠিকভাবে কর্তব্য পালন করতে আমাদের সহায়তা করে। এটা আমাদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করে এবং মানবতা ও বিশ্বজনীন ভাতৃত্ববােধ বৃদ্ধি করে। এভাবে শিক্ষা মানুষের মধ্যে সমঝােতা বৃদ্ধি করে। একে অপেক্ষাকৃত ভালাে পরিবর্তনের অনুঘটক হিসেবে ব্যবহার করা যায়। শিক্ষা আমাদের স্বাস্থ্য, পয়ঃনিষ্কাশন এবং জনসংখ্যা নিয়ন্ত্রণের জ্ঞান দেয়। এটা শস্য জন্মাতে, খাদ্য সংরক্ষণে, পরিবেশকে রক্ষা করতে এবং আমাদের সামাজিক কর্তব্যগুলাে চালিয়ে যেতে আমাদের সামর্থ্য বৃদ্ধি করে। এভাবে শিক্ষা অপেক্ষাকৃত একটি ভালাে পরিবর্তনে অবদান রাখতে পারে।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
1 comment

1 comment

  • Unknown
    Unknown
    11 February, 2022
    Translation in English
    Reply