SkyIsTheLimit
Bookmark

মে দিবস অনুচ্ছেদ রচনা

মে এর প্রথম দিনটিকে বিশ্বব্যাপী মে দিবস হিসেবে পালন করা হয়। শ্রমজীবী মানুষের ঐতিহাসিক সংগ্রামের স্মৃতি রক্ষার্থে দিনটি উদযাপিত হয়। আজকে সমস্ত শ্রমিকরা নূন্যতম বেতন, কর্মক্ষেত্রে নিরাপত্তা এবং আট ঘন্টা কর্মদিবস উপভােগ করছে। এগুলাে ঐ সমস্ত শ্রমিকদের সংগ্রামের ফলাফল। দিনটির ঘনটাবহুল ঐতিহাসিক পটভূমি রয়েছে। শিকাগাে শহরের শ্রমিকরা ১৮৮৬ সালে অবিচার এবং শােষণের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল। তখন শ্রমিকদের দৈনিক ১৪ ঘন্টা বা তার বেশি সময় কাজ করতে হত। এমনকি তাদের চাকরিরও কোন নিরাপত্তা ছিল না। ১৮৮৬ সালের ৩ মে তারা দাবি আদায়ের লক্ষ্যে একটি র্যালি বের করে এবং পুলিশ র্যালিতে গুলি চালায়। ফলে, কমপক্ষে একজন শ্রমিক নিহত হয় এবং অন্য পাঁচ বা ছয়জন মারাত্মকভাবে আহত হয়। প্রতিবছর বাংলাদেশে দিনটি গভীর সম্মান এবং মর্যাদার সাথে পালিত হয়। বিভিন্ন কর্মক্ষেত্রের শ্রমিকরা এই দিনটিতে র্যালি বের করে। তারা প্লাকার্ড বহন করে এবং বিশেষ পােশাক পরিধান করে। র্যালি শেষে কিছু শ্রমিক দিনটির ইতিহাস এবং তাৎপর্যের উপর বক্তৃতা দেয়। যা-হােক, দিনটি খুবই গুরুত্বপূর্ণ। আজকে সমস্ত বিশ্বের শ্রমিকরা চাকুরীর নিরাপত্তা, একটি নূন্যতম বেতন এবং আট ঘন্টা কর্ম সময় উপভােগ করছে। এসব সুবিধা শিকাগাে শহরের শ্রমিকদের আত্মস্বর্গের ফসল। আমি তাদের বীরত্বপূর্ণ সংগ্রামকে শ্রদ্ধা করি। 

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment