গ্রাম্য জীবন অনুচ্ছেদ রচনা
Fatin Tawsif Hoque
... min to read
Listen
গ্রামীণ জীবন বলতে গ্রাম্য জীবনকে বুঝায়। গ্রাম্য জীবনের অনেক সুবিধা রয়েছে। গ্রামীণ জীবন শান্তিপূর্ণ, মনােরম, এবং শান্ত যেগুলো গ্রামীণ জীবনের প্রধান বৈশিষ্ট্য। গ্রামের বায়ু দূষণ থেকে মুক্ত। আমরা গ্রামীণ জীবনে বিভিন্ন ধরনের পাখির সুরেলা কণ্ঠস্বর উপভােগ করতে পারি। এই জীবন আমাদের তাজা ফল, মাছ, শাকসবজি, পানি এবং বিশুদ্ধ বায়ু দান করে। যে কেউ দুর্ঘটনার ভয় ছাড়া সেখানে সাঁতার কাটতে এবং হাঁটতে পারে। এগুলো নগর জীবনে বিরল এবং যেগুলাে গ্রামীণ জীবনকে নগর জীবন থেকে পৃথক করে। শহুরে জীবন কৃত্রিম। আধুনিক যােগাযােগ, উন্নত শিক্ষা এবং চিকিৎসা সুবিধা কম থাকা সত্ত্বেও আমি গ্রামীণ জীবন খুব পছন্দ করি। আমি গ্রামীণ জীবনের সরলতা, প্রশান্তি এবং প্রাকৃতিক সৌন্দর্য উপভােগ করি। গ্রামীণ জীবনের মান উন্নত করতে কিছু বাস্তব পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে। দারিদ্র্য বিমােচন এগুলাের মধ্যে একটি। তাছাড়া, আমাদের গণশিক্ষার ব্যবস্থা করতে হবে। আমাদের যােগাযােগ পদ্ধতিরও উন্নতি করা প্রয়ােজন।
Post a Comment