SkyIsTheLimit
Bookmark

একক পরিবার অনুচ্ছেদ রচনা

আমি একটি ক্ষুদ্র পরিবারে বাস করি। আমাদের পরিবার চারজন সদস্য নিয়ে গঠিত যেমন: বাবা, মা, বােন এবং আমি। বর্তমানে ক্ষুদ্র পরিবার জনপ্রিয়তা পাচ্ছে কেননা একটি ক্ষুদ্র পরিবারের কিছু সুবিধা রয়েছে। এটি শান্ত ও নিরিবিলি। যেহেতু একটা ক্ষুদ্র পরিবারে কোন ঝামেলা থাকে না, সেহেতু একজন শিক্ষার্থী মনােযােগ সহকারে পড়াশুনা করতে পারে। এক কথায়, একটি ক্ষুদ্র পরিবার সিদ্ধান্ত গ্রহণ, রােগ, সমস্যা প্রভৃতি ক্ষেত্রে অধিকতর সুবিধা পায়। ক্ষুদ্র পরিবারের অসুবিধাগুলাে হচ্ছে এই যে, এখানে একজন মানুষকে একাকী বাস করতে হয়। আনন্দ-বেদনা ভাগাভাগি করার জন্য তার কোন সঙ্গী থাকে না। সে সর্বদা একাকীত্ব অনুভব করে। আমি ক্ষুদ্র পরিবার পছন্দ করি না কারণ অনুভূতিগুলাে ভাগাভাগি করার জন্য এখানে কোন বন্ধু বা সঙ্গী থাকে না। বিপদের সময় সান্তনা দেওয়ার কেউ থাকে। না। সাহায্যে করারও কেউ থাকে না।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment