SkyIsTheLimit
Bookmark

অর্থ অনুচ্ছেদ রচনা

অর্থ হচ্ছে শক্তি এবং যথেষ্ট ভালাে-মন্দ করতে পারে। এটা দুঃখ ও আনন্দ দেয়। এটা সবকিছু করতে পারে। এটা আমাদের জীবনে অপরিহার্য। অর্থ আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ বস্তুগত জগতে অর্থ ব্যতীত কোন কিছুই পাওয়া যায় না। আমাদের জীবনের প্রত্যেক পদক্ষেপে অর্থের প্রয়ােজন। খাদ্য, কাপড়-চোপড় এবং ঔষধ প্রভৃতি কিনতে অর্থের প্রয়ােজন। আমরা আমাদের ঘর-বাড়ি তৈরি করতে পারি না যদি আমাদের অর্থ না থাকে। অর্থ ব্যতীত শিক্ষাও অসম্ভব। এক কথায়, পার্থিব কর্মকান্ড অর্থের সাথে সম্পর্কিত। আমাদের জীবনে অর্থের অভাবের ফলাফল খুবই গুরুতর। একজন মানুষকে নিশ্চিত না খেয়ে মরতে হবে যদি তার হাতে অর্থ না থাকে। এটা ব্যতীত একজন মেধাবী শিক্ষার্থীও শিক্ষা গ্রহণ করতে পারে না। এটা ব্যতীত একজন মুমূর্ষ রােগীও চিকিৎসা গ্রহণ করতে পারে না। এ সব গুরুত্ব থাকা সত্ত্বেও, অর্থ মাঝে মাঝে অর্থের মালিকের উপর মারাত্মকভাবে প্রভাব ফেলে। এটা একজন মানুষকে ক্ষমতার জন্য লোভী করে। অতিরিক্ত অর্থের অহংকার একজন মানুষের পশুত্ব মন সৃষ্টি করে। আমাদের জীবনে অর্থ সম্পর্কে আমার অনুভূতিমূলক প্রতিক্রিয়া খুবই স্পষ্ট। আমি মনে করি যে, অর্থহীন একজন মানুষ হচ্ছে দয়ার পাত্র। কেউ তাকে সম্মান করে না। তার বন্ধুরা তাকে ভালােবাসে না। তাকে 1. অন্যের সাহায্যের উপর নির্ভর করতে হয়। কিন্তু এটাও সত্য যে, অর্থ সর্বদা সুখ বয়ে আনতে পারে না। এটা সম্পূর্ণ একটা মানসিক ব্যাপার।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment