SkyIsTheLimit
Bookmark

ধূমপান অনুচ্ছেদ রচনা

ধূমপান বলতে যে কোন ধরনের তামাক দ্রব্য গ্রহণকে বুঝায়। এটি এক ধরনের আসক্তি। তামাক দ্রব্য নিকোটিন ধারণ করে যা আসক্তিজনক। প্রায় বিশ্বব্যাপী তামাক দ্রব্য কমবেশি ব্যবহৃত হয়। এটা পৃথিবীর মারাত্মক হত্যাকারীর একটি। ধূমপানের সবচেয়ে সাধারণ ধরনগুলাে হচ্ছে সিগারেট, চুরুট, বিড়ি, হুক্কা প্রভৃতি। পৃথিবীতে কমপক্ষে ১.১৫ বিলিয়ন মানুষ নিয়মিত ধূমপায়ী। প্রায় চার মিলিয়ন লোক প্রতিবছর ধূমপানের কারণে মৃত্যু বরণ করে। প্রতিদিন প্রায় ১ মিলিয়ন লােক সিগারেট ধূমপানে আসক্ত হচ্ছে। ধূমপানের ফলাফল ভীতিকর। ধূমপান ক্যান্সার এবং হার্টের রােগ সৃষ্টি করে। মাঝে মাঝে ধূমপানের ক্ষতিকর ফলাফল সম্পর্কে যথাযথ জ্ঞান থাকা সত্ত্বেও মানুষ ধূমপান করে। যা-হােক, আমাদের প্রাত্যহিত জীবনের সব পর্যায় থেকে ধূমপানকে নিরুৎসাহিত করা উচিত। ধূমপান প্রতিরােধে কিছু পদক্ষেপ ফলপ্রসূ হতে পারে। পরিবারের সদস্যরা এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সরকার কর্তৃক জনসম্মুখে ধূমপানকে অবশ্যই নিষিদ্ধ করতে হবে। ধূমপানের খারাপ ফলাফল সম্পর্কে জনসাধারণের মধ্যে অবশ্যই সচেতনতা সৃষ্টি করতে হবে। গণমাধ্যম এবং এনজিওগুলাে এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment