বাংলাদেশে সন্ত্রাসবাদ অনুচ্ছেদ রচনা
Lab Operator
... min to read
Listen
সন্ত্রাসবাদ বলতে সহিংসতাকে বুঝায় যা কারাে ব্যক্তিগত, রাজনৈতিক এবং অর্থনৈতিক উদ্দেশে ব্যবহার করা হয়। বর্তমান বিশ্বে এটি মানব জীবনের প্রতি বড় হুমকিগুলাের মধ্যে অন্যতম। শিক্ষা প্রতিষ্ঠানগুলাে শিক্ষার একটি পবিত্র স্থান। কিন্তু এটি অত্যন্ত পরিতাপের বিষয় যে আমাদের দেশের এই পবিত্র স্থানগুলাে মনে হচ্ছে এখন সন্ত্রসবাদের শিকারে পরিণত হয়েছে। শিক্ষার্থীরা রাজনীতিতে অংশগ্রহণ করতে পারে কিন্তু এর অর্থ এই নয় যে তারা তাদেরকে সন্ত্রাসবাদে জড়াবে। ক্যাম্পাসে সন্ত্রাসবাদ কেবল প্রাতিষ্ঠানিক পরিবেশই নষ্ট করে না, বরং এটি শিক্ষার্থীদের জীবনও ধ্বংস করে। আমাদের সমাজের উপরে সন্ত্রাসবাদের দুর্বিষহ প্রভাব রয়েছে। এটি জনমনে ভীতি এবং উৎকণ্ঠা সৃষ্টি করে। এটি সমাজ ও দেশের জন্য একটি বড় অভিশাপ। সহিংসতা প্রায়ই রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়। এই অভিশাপ থেকে মুক্তি পেতে আইন প্রয়ােগকারী সংস্থানগুলাের সাথে ঘনিষ্ঠ সহযােগিতা এবং পরামর্শে আমাদের সকলের পদক্ষেপ গ্রহণ করা উচিত। অধিকন্তু, জনসাধারণকে সন্ত্রাবসাদ সম্পর্কে সচেতন করতে হবে যাতে তারা দেশ থেকে সন্ত্রাসবাদ নির্মূলে ঐক্যবদ্ধ পদক্ষেপ নিতে পারে।
1 comment