SkyIsTheLimit
Bookmark

আমার কলেজ গ্রন্থাগার অনুচ্ছেদ রচনা


কলেজ গ্রন্থাগার এমন একটি জায়গা যেখানে শিক্ষার্থীরা এবং শিক্ষকগণ তাদের অবসর সময়ে বই পড়তে আসে। এটি কলেজ কর্তৃপক্ষ কর্তৃক পরিচালিত হয়। একটি কলেজ গ্রন্থাগারের প্রয়ােজনীয়তা অবর্ণনীয়। এটি যে কোন শিক্ষা প্রতিষ্ঠানের একটি অবিচ্ছেদ্য অংশ। এটিকে জ্ঞানের ভান্ডার বলা যায়। পরীক্ষায় ভাল ফলাফল করতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি কলেজ গ্রন্থাগারে শিক্ষার্থীরা এমনকি দুর্লভ বইগুলাে পড়তে পারে যা তাদের পক্ষে ক্রয় করা সম্ভব হয়ে ওঠে না। আমার কলেজ গ্রন্থাগার বিজ্ঞান ভবনের পাশে অবস্থিত। আমার কলেজ গ্রন্থাগারটিতে বিভিন্ন ধরনের বই রয়েছে। এগুলাে হচ্ছে বিভিন্ন বিষয়ের পাঠ্য বই, গল্প, উপন্যাস, কবিতা এবং নাটকের বই। সেখানে ইংরেজি এবং বাংলা অভিধানও রয়েছে। আমার কলেজ গ্রন্থাগার উন্নতির জন্য আমার কিছু পরামর্শ আছে। আমার কলেজ গ্রন্থাগার পরিপূর্ণরূপে সজ্জিত নয়। এটিকে সজ্জিত করতে হবে। গ্রন্থাগারে পর্যাপ্ত বই সরবরাহ করতে হবে। গ্রন্থাগারে শান্ত পরিবেশের ব্যবস্থা করতে হবে। যা-হােক, আমার কলেজ গ্রন্থাগারের জন্য আমি গর্ব বােধ করি। 

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment