SkyIsTheLimit
Bookmark

কলেজ ক্যান্টিন অনুচ্ছেদ রচনা




কলেজ ক্যান্টিন হচ্ছে একটি দোকান যেখানে শিক্ষার্থীরা হালকা খাবার খায়। শিক্ষক, কর্মচারী এবং অতিথিরাও সেখানে খায়। একটি কলেজের জন্য ক্যান্টিন খুবই গুরুত্বপূর্ণ কারণ শিক্ষার্থীরা বাইরের রেস্টুরেন্ট অথবা হােটেলে না গিয়ে সেখান থেকে খাবার খেতে পারে। তাছাড়া, এটি নিরাপদ খাবারেরও নিশ্চয়তা বিধান করে যা অন্যত্র পাওয়া অসম্ভব। ক্যান্টিন শিক্ষার্থীদের চা, বিস্কুট, কলা, রুটি, সিঙ্গারা, পরােটা এবং ঠান্ডা পানীয় প্রভৃতি সরবরাহ করে। এটি পর্যাপ্ত আসবাবপত্র দ্বারা সজ্জিত করা হয়। প্রচুর চেয়ার এবং টেবিল সেখানে থাকে। মাঝে মাঝে ক্যান্টিনের পাশে ফুলের বাগান থাকে। সুন্দর সুন্দর ছবি দ্বারা দেয়ালগুলাে সজ্জিত করা হয়। সাধারণত শিক্ষার্থীরা খাবার খেতে ক্যান্টিনে আসে। কিন্তু তাদের কেউ কেউ সেখানে গল্পগুজব করেও সময় অতিবাহিত করে। মাঝে মাঝে তারা দেশ- বিদেশের বিষয় সম্পর্কেও আলােচনা করে যা তাদের জ্ঞান সমৃদ্ধ করতে সহায়তা করে। যা- হােক, ক্যান্টিন কলেজ জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। এটি শিক্ষার্থীদের জন্য খুবই প্রয়ােজনীয়।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment