SkyIsTheLimit
Bookmark

মৌলিক মানবাধিকার অনুচ্ছেদ রচনা

মৌলিক মানবাধিকার বলতে সে অধিকারকে বােঝায় যা দেশ ও দেশের মানুষের কাছ থেকে ন্যায়সংগতভাবে পাওয়া উচিত। এ জগতে প্রত্যেক ব্যক্তির খাদ্য, বস্ত্র, আশ্রয়, শিক্ষা এবং চিকিৎসা পাওয়ার অধিকার আছে। যেগুলােকে মৌলিক মানবাধিকার হিসেবে বিবেচনা করা হয়। আমাদের দেশে কিছু অধিকার সংরক্ষিত হচ্ছে এবং কিছু অধিকার অবহেলিত হচ্ছে। আমাদের দরিদ্র শিশুরা খাদ্য এবং শিক্ষা বঞ্চিত। বেঁচে থাকার জন্য তাদের নিজেদেরকে অর্থ 1. উপার্জন করতে হয়। নিজেদেরকে অনেক ঝুঁকিপূর্ণ কাজে যুক্ত করার মাধ্যমে তারা এটা করে। আমাদের নারীরা শিক্ষা বঞ্চিত। পরিবারে গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে কোন সিদ্ধান্ত গ্রহণের অথবা কোন মতামত দেওয়ার অধিকার নেই। মাঝে মাঝে তারা শারীরিক ও মানসিক উভয়ভাবে নির্যাতিত হয়। আমাদের বয়স্ক জনসাধারণ উপযুক্ত সেবা ও চিকিৎসা বঞ্চিত। জনসাধারণ জানতে পারে, সংবিধান তাদের অধিকার সম্পর্কে কি বলে যদি তারা তাদের অধিকার সম্পর্কে সচেতন হয়। যদি জনসাধারণ তাদের অধিকার সম্পর্কে জানে, তারা উপভােগ করতে পারে, ব্যবহার করতে এবং যথাযথভাবে তাদের রক্ষা করতে পারে এবং এভাবে তারা দেশের উন্নয়নে অবদান রাখতে পারে।

লেখা-লেখি করতে ভালোবাসেন? লেখালেখির মাধ্যমে উপার্জন করতে যুক্ত হতে পারেন আমাদের সাথে Telegram এ!
Post a Comment

Post a Comment