শ্রেণী শিক্ষক অনুচ্ছেদ রচনা
Transmission Robot
... min to read
Listen
আমার শ্রেণি শিক্ষকের নাম আব্দুস সামাদ। তিনি একজন বি.এ.বি.এড। তিনি ইংরেজিতে প্রশিক্ষণপ্রাপ্ত। তিনি আমাদেরকে ইংরেজি পড়ান। তিনি একজন অভিজ্ঞ শিক্ষকও বটে। তিনি খুবই সময়নিষ্ঠ এবং তিনি কখনও দেরিতে আমাদের শ্রেণিতে আসেন না। শ্রেণিকক্ষে প্রবেশের পর তিনি ভালভাবে শ্রেণিকক্ষটি দেখে নেন। তিনি একজন নীতিবান মানুষ। তার শিক্ষাদান পদ্ধতি খুব ভালাে। তিনি পাঠকে সহজ ও আকর্ষণীয় করে তােলেন। তিনি আমাদের সজাগ ও সতর্ক রাখেন। তিনি আমাদের আত্মবিশ্বাসী করে তােলেন। তিনি ছাত্র-ছাত্রীদের সুপ্ত প্রতিভাকে জাগিয়ে তােলার চেষ্টা করেন। তিনি আমাদের সর্বদা ব্যস্ত রাখেন। আমরা মন দিয়ে শুনি তিনি যা বলেন। তিনি আমাদের সাথে ভালাে ব্যবহার করেন। তিনি আন্তরিক, শান্ত কিন্তু পরিশ্রমী। কিন্তু, তিনি কঠোর হয়ে পড়েন যদি আমরা আমাদের কর্তব্য অবহেলা করি। যা-হােক, আমরা তাঁকে খুব সম্মান করি।
Post a Comment